India & World UpdatesHappeningsBreaking News
একাত্তরের যুদ্ধাপরাধী সাঈদীর জানাজা ঘিরে চট্টগ্রামে উত্তেজনা
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়ত কর্মীদের গণ্ডগোল বাঁধে৷
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আরও ২৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় দুটি ও খুলশী থানায় একটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা এবং হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় মামলা তিনটি দায়ের করা হয়েছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর মঙ্গলবার চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে জানাজা পড়ার ঘোষণা দেয় নগর জামায়াত।
কিন্তু বিশৃঙ্খলার আশঙ্কায় দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেইট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। তারপরও সেখানে জড়ো হতে থাকেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরে বিকালে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় জামায়াত কর্মীদের একটি অংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। সেই ঢিলের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহত হন।
(সংবাদসূত্র : বিডিনিউজ২৪ ডট কম)