Barak UpdatesHappeningsBreaking News

ভাষাশহিদ কন্যাকে হুমকি! সোচ্চার বরাক

ওয়েটুবরাক, ২১ মে: ভাষাশহিদ বীরেন্দ্র সূত্রধরের কন্যাকে হুমকি প্রদর্শন ও অপমান করার অভিযোগ উঠেছে৷ অবিলম্বে ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে শিলচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, লেখক, শিল্পী, কলাকুশলী ও শহরের সচেতন নাগরিকরা। তাঁরা জেলা প্রশাসনের উপর একযোগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে৷

এই খবর পেয়ে তাঁরা স্তম্ভিত। বলেন, যিনি ভাষাজননীর সম্মান রক্ষায় নিজের প্রাণ উৎসর্গ করলেন, তার কন্যাকে যদি তথাকথিত এক সাংস্কৃতিক কর্মীর নিকট প্রমাণ দিতে হয় যে, তিনি ভাষাশহিদের কন্যা, এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কী হতে পারে! একাদশ ভাষাশহিদদের সরকারি স্বীকৃতি তো জোটেনি , উল্টে চরম আর্থিক দুর্গতির শিকার হতে হয়েছে অনেককেই। এমনকি বীরেন্দ্র সূত্রধরের স্ত্রী ধনকুমারী সূত্রধরেরও জীবিকা নির্বাহের জন্য সারা জীবন সংগ্রাম করে যেতে হয়েছে। এটা সার্বিক লজ্জার কথা। তাঁদের প্রশ্ন, আসাম আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাঁদের পরিবারের প্রতি এ রকম বঞ্চনার কথা কি কেউ কল্পনা করতে পারেন ? শিলচর পুরসভা থেকে রাধামাধব রোড সংলগ্ন এলাকায় দু-কাঠা জমি বরাদ্দ করা হয়েছে সূত্রধর পরিবারকে৷ সেখানে তারা কোনক্রমে কালাতিপাত করছেন। কিন্তু এবার ব্যক্তিগত স্বার্থে যদি কেউ সেই জমি থেকে জোর জবরদস্তি তাঁদের উঠিয়ে দেবার চেষ্টা করেন তবে তারা কোনও অবস্থায়ই তা মেনে নেবেন না।

তাঁরা জেলাশাসককে আবেদন জানান, এ রকম একটি স্পর্শকাতর ব্যাপারে তিনি যেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেন। কারণ এই বিষয়ের সাথে এই উপত্যকার আবেগ জড়িয়ে আছে। একই সাথে শিলচর পুরসভা কর্তৃপক্ষকে অবিলম্বে উক্ত জমি সংক্রান্ত সমস্ত বকেয়া কাগজপত্র শহিদকন্যা মধুমিতা সূত্রধরের হাতে তুলে দেবার অনুরোধ জানিয়েছেন। জমির চতুঃসীমায় স্থায়ী দেওয়াল সরকারি খরচে তৈরি করে দেওয়ার জন্যও দাবি জানান তাঁরা৷

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ও জেলা সমিতির সম্পাদক ড. জয়ন্ত দেবরায়, পুরসভার প্রাক্তন সভাপতি তমাল কান্তি বণিক সহ  বিজয় খান, নিশীথ চক্রবর্তী, আশিস ভৌমিক, চিত্রভানু ভৌমিক, অশোক রাজকুমার, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দত্ত,  ডা. রাজীব কর, অমিত সিকদার, পাঞ্চালি দত্ত,  সুমিতা ভট্টাচার্য , সম্পাদিকা, প্রদীপ দত্তরায় প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker