NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মণিপুর সংঘর্ষে চিনের হাত দেখছেন প্রাক্তন সেনাপ্রধান নরবণে
ওয়েটুবরাক, ২৯ জুলাই : ‘‘উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে ধারাবাহিক ভাবে মদত দেয় চিন। মণিপুরের সাম্প্রতিক হিংসার নেপথ্যেও চিনা মদতের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।’’
মণিপুরে ধারাবাহিক হিংসার নেপথ্যে চিনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ এনে এ ভাবেই মন্তব্য করলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। গত তিন মাস ধরে মণিপুরে ধারাবাহিক হিংসাপর্বে জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন সেনাপ্রধান নরবণে। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি নিশ্চিত উত্তর-পূর্বাঞ্চলে অশান্তি পাকাতে চিনের ভূমিকা সম্পর্কে সরকার অবহিত। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা প্রয়োজনীয় পদক্ষেপও করছেন।’’ পূর্ব লাদাখের মতোই উত্তর-পূর্বাঞ্চলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র স্থিতিশীলতা নষ্ট করার জন্য চিনা ফৌজ সক্রিয় বলেও অভিযোগ করেছেন তিনি।