ওয়েটুবরাক, ১২ জানুয়ারি : ১১৫ কেজি বাংলাদেশি ইলিশ বাজেয়াপ্ত হল করিমগঞ্জে৷ চোরাপথে অটোরিকশায় করে মাছগুলো করিমগঞ্জ শহরে নিয়ে যাওয়া হচ্ছিল৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা জগন্নাথি চৌকি এলাকায় অটোটিকে আটকান৷ চালক মাছভর্তি অটো ফেলে পালিয়ে যায়৷ বিএসএফ জানিয়েছে, অটোটিতে ৯৫ কেজি ইলিশ ছিল৷ পরে লক্ষীবাজার এলাকায়ও ২০ কেজি ইলিশ বাজেয়াপ্ত হয়েছে৷ সেখানেও সীমান্ত রক্ষীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়৷ এ দিন দুই দফায় ১১৫ কেজি ইলিশ ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে একটি অটোরিকশাও|