Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে আরও ১৫জন করোনায় আক্রান্ত
15 tests Covid-19 +ve in Karimganj on Thursday

ওয়েটুবরাক, ২২ এপ্রিল: করিমগঞ্জে ৩৮৯৬ জনের সোয়াব পরীক্ষা করে বৃহস্পতিবার ১৫ জনকে পজিটিভ পাওয়া যায়। এদিন ৯জনকে ডিসচার্জ দেওয়া হয় । ফলে এখন পর্যন্ত করোনার দ্বিতীয়  ঢেউয়ে ৯৫ জন সমগ্র জেলার চিকিৎসাধীন রইলেন।
করোনা ভাইরাসের মোকাবিলার রাজ্য সরকারের নতুন এসওপিডি অনুযায়ী সামাজিক অনুষ্ঠান সূচি আয়োজনের জন্য  জেলা প্রশাসন থেকে যে অনুমতির প্রয়োজন, তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট জেলার সব সার্কল অফিসারদেরকে অনুমতি প্রদানের জন্য কর্তৃত্ব দিয়ে দিয়েছেন। ফলে এখন থেকে সব সার্কল অফিসার তাদের সংশ্লিষ্ট এলাকায় কোনও সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে হলে এর অনুমতি দেবেন। এদিকে সমগ্র করিমগঞ্জ জেলায় সন্ধ্যা ছয়টা থেকে গত দুইদিন ধরে দোকানপাট, হাট-বাজার বন্ধ রেখে রাজ্য সরকারের জারি করা  নতুন  পালন করা হচ্ছে। প্রশাসন থেকে গ্রামাঞ্চলে সন্ধ্যা ছয়টা থেকে দোকানপাট হাট-বাজার বন্ধ রাখার সতর্কবার্তা নিয়ে মাইকিং করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker