NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

Defying strict govt stricture, college teachers association to launch protest against CAA
নিষেধাজ্ঞার পরেও ক্যার বিরুদ্ধে আন্দোলনে কলেজ শিক্ষক সংস্থা

৩০ ডিসেম্বর: সরকারের বিরুদ্ধে কোথাও কিছু লিখলেই ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সোমবার দুপুরেই চিঠি ইস্যু করে জানিয়ে দিয়েছেন অসমের উচ্চ শিক্ষা সঞ্চালক গীতিমণি ফুকন৷ নিযুক্তির সময় নানা শর্তের মধ্যে এরও উল্লেখ ছিল বলে স্কুল-কলেজের শিক্ষকদের স্মরণ করিয়ে দিয়েছেন৷ এমনকী, এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে রাজ্য সরকারের অনুমোদিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কলেজের অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে৷ ওই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট শিক্ষকদের ওপর শাস্তির খড়্গ নেমে আসবে, তাও জানিয়ে দিয়েছেন সঞ্চালক ফুকন৷

বেশ কিছুদিন ধরে সিএএ বিরোধী আন্দোলনে কলেজ শিক্ষকদের অবস্থান নিয়ে চর্চা চলছিল৷ আসাম কলেজ টিচারস অ্যাসোসিয়েশন (এসিটিএ)-এর সাধারণ সম্পাদক হিমাংশু মরাল দুদিন আগেই মন্তব্য করেন, তাঁরা অসম চুক্তিকে আগে থেকেই সমর্থন করে আসছেন৷ তাই ১৯৭১ সালের পরে আসা কোনও বিদেশিকে নাগরিকত্ব দেওয়া মেনে নেবেন না৷ সংগঠনের অবস্থান স্পষ্ট করলেও সে সময় তিনি আন্দোলনে যোগদান বা নিজেদের কোনও কর্মসূচি ঘোষণা করেননি৷ এ নিয়ে আলোচনার জন্য সোমবার বিকেলে স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়৷ এর আগেই সঞ্চালক ফুকন সরকারি নির্দেশ জানিয়ে দেন শিক্ষকদের৷

বৈঠক শেষে এসিটিএ সভাপতি বিশ্বজিৎ ভুইয়া বলেন, এটি নতুন কোনও নির্দেশ নয়৷ সরকারি কর্মী হিসেবে সরকার বিরোধী লেখালেখির ব্যাপারে তাদের মনে করিয়ে দেওয়ার ব্যাপার নেই৷ কিন্তু সাংগঠনিকভাবে তাঁরা সিএএ-র বিরোধিতা করবেন৷ গণতান্ত্রিক অধিকারবলেই তারা প্রতিবাদে নামবেন৷ আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে সিএএ নিয়ে শৈক্ষিক আলোচনার আয়োজন করা হচ্ছে৷ অন্যান্য সংগঠনগুলিকেও আমন্ত্রণ জানানো হবে৷ সেই আলোচনার লিখিত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হবে৷ পরে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে গুয়াহাটিতে একদিনের অবস্থান ধর্মঘট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Also Read: Criticising Govt by College teachers will attract disciplinary action: DHE Assam

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker