NE UpdatesHappeningsBreaking News
আফিম চাষীদের কাছ থেকে বনাঞ্চল উদ্ধারে সক্ষম হয়েছি, দাবি বীরেনের
ওয়েটুবরাক, 5 মেঃ আফিম গাছ থেকে নানা ধরনের মাদক তৈরি হয় । আর ওই মাদক উত্তর-পূর্বের যুব প্রজন্মকে ধ্বংস করছে। এই মন্তব্য করে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানান, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই যুবসমাজের কথা ভেবে আফিম গাছ ধ্বংসের কথা ভাবতে থাকেন। কিন্তু খোঁজখবর করে তাঁর চক্ষু ছানাবড়া। এর পরই সমস্ত আফিম গাছ উপড়ে ফেলার জন্য ছক কষতে থাকেন। তাঁর দাবি, আফিম চাষীদের কাছ থেকে বনাঞ্চল উদ্ধারে তিনি সক্ষম হয়েছেন। এ ছাড়াও, বনভূমিতে অবৈধ ভাবে বসবাসের জন্য ২৯১টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এই সব কাজে জাতি-সম্প্রদায়ের বাছবিচার করা হয়নি বলেই জানান মুখ্যমন্ত্রী সিংহ।