NE UpdatesHappeningsBreaking News
১৫ জুন পর্যন্ত কোয়রান্টাইন ব্যবস্থা কঠোরভাবে মানলে ভয় কাটবে, আশাবাদী হিমন্ত
২৭ মেঃ দেড় লক্ষ মানুষ এই কিছুদিনে আসামে এসেছেন। আরও যারা ফিরতে চান, আগামী ১৫ জুনের মধ্যে এসে পড়বেন বলে মনে করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এর পর ট্রেন-বিমান চললেও তেমন বেশি মানুষ আসামে নামবেন না। তাই তিনি আশাবাদী, ট্রেনে-বিমানে এসে আসামে নামলেই বাধ্যতামূলক কোয়রান্টাইনের ব্যবস্থাটাকে ১৫ জুন পর্যন্ত কড়াকড়িভাবে মানা গেলে করোনা ভীতি অনেকটা কেটে যাবে। সে জন্য নাগরিকেদরও সচেতন থাকতে পরামর্শ দেন তিনি। বলেন, এলাকায় কেউ ফিরে এসেছেন, খবর পেলেই কোয়রান্টাইনে ছিলেন কিনা তা নিশ্চিত হতে হবে। নইলে তাকে কোয়রান্টাইনে পাঠাতে হবে।
পাশাপাশি বিপরীতটাও যে ঘটতে পারে, সে ব্যাপারেও তিনি সতর্ক করে দেন। হিমন্ত বলেন, একটু অসতর্ক হলে কোয়রান্টাইন ছাড়া মানুষ সোজা বাড়িঘরে চলে গেলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাঁর কথায়, এখন করোনায় আক্রান্তদের অনেকেই যুবক। ফলে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাদের দ্বারা রোগ ছড়ানোর সুযোগ না থাকায় বৃদ্ধ মা-বাবারা সুস্থ থেকেছেন। কিন্তু এখন কোয়রান্টাইন না হয়ে সোজা বাড়িতে ঢুকে পড়লে মা-বাবারাই বেশি আক্রান্ত হবেন, মারা যাবেন। মন্ত্রী বলেন, বেপরোয়া মনোভাব নিলে মৃত্যুর সংখ্যা বাড়বে।
তাঁর ঘনঘন বিমান চড়া, সরুসজাই স্টেডিয়ামকে কোয়রান্টাইন ক্যাম্প বানানো, কোভিড হাসপাতাল তৈরি, বক্সিরহাটে টেন্ট লাগানো ইত্যাদি বিষয়ে সমালোচনার দরুন তিনি যে মাঝে একটু হতাশ হয়ে পড়েন, সে কথা স্বীকার করেন মন্ত্রী শর্মা। বলেন, এখন বয়স হচ্ছে। আগের মত সমালোচনা সইতে পারি না। তবে তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর সহকর্মীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন বলেই জানান।