India & World UpdatesHappeningsBreaking News
৮৮ হাজার কোটি টাকার নোট ছাপাখানা থেকে উধাও! রিজার্ভ ব্যাঙ্ক বলল, ভুল তথ্য
ওয়েটুবরাক, ১৯ জুন : তথ্যের অধিকার আইনে আবেদন করে জানা গিয়েছিল, এপ্রিল ২০১৫ থেকে মার্চ ২০১৬ এর মধ্যে ‘কারেন্সি নোট প্রেস, নাসিক’ দ্বারা ২১০ মিলিয়ন ৫০০ টাকার নোট ছাপা হয়েছিল, যা রিজার্ভ ব্যাঙ্কে পৌঁছায়নি। সে টাকার পরিমাণ নেহাত কম নয়। সব মিলিয়ে ৮৮,০৩২ কোটি ৫ লক্ষ টাকা।
তথ্যের অধিকার আইনে পাওয়া এই বিষয়টি জাতীয় অর্থনীতির নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের ভল্টে নোটের সুরক্ষা ব্যবস্থা নিয়েও। তবে রবিবার এই দাবি খারিজ করে রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে। নোট উধাও হওয়ার দাবিটি সঠিক নয়।
আরটিআই-এ প্রকাশিত তথ্যকে সম্পূর্ণ ভুল উল্লেখ করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, তাদের কাছে যে সমস্ত নোট আসে, তার সম্পূর্ণ হিসাব থাকে। তারা নিয়মিত এই সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করে। তাই সাধারণ মানুষ যেন ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যের জন্য রিজার্ভ ব্যাঙ্কের উপরই ভরসা করেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নোট ছাপানো, সংগ্রহ ও বন্টনের গোটা প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হয়। এর একটি কড়া প্রোটোকল বা নিয়ম রয়েছে, তা সর্বদা পালন করা হয়।