NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে জল প্রকল্পের পাইপ ফেটে মহিলার মৃত্যু
ওয়েটুবরাক , ২৫ মে: গুয়াহাটিতে জলবিস্ফোরণে মারা গেলেন মহিলা। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ খারঘুলি এলাকায় পশ্চিম গুয়াহাটি জল সরবরাহ প্রকল্পের জলের পাইপ ফেটে যায়। তার ফলে পাইপে পরিবাহিত জল প্রায় ৫০০ মিটার উঁচুতে উঠে পাশের এলাকায় আছড়ে পড়ে। জলপ্লাবনে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবিস্ফোরণে বাড়ি ভেঙে সুমিত্রা রাভা নামে এক মহিলা মারা গিয়েছেন। জখম হয়েছেন ৩ মহিলা-সহ ৫ জন। জয়পুর ও অয়েল ইন্ডিয়া সেক্টর ১ সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় এলাকার জল সরবরাহ। গুয়াহাটি পুর নিগম শীঘ্রই রাস্তা খোলা ও জল সরবরাহ চালু করার আশ্বাস দিয়েছে। কিন্তু এই ঘটনায় বিতর্কিত পানীয় জল প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের কাজ এত বছরেও শেষ না হওয়ায় প্রকল্পের অনুদান প্রদানকারী দেশ জাপানের কর্তৃপক্ষ এসেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। সরকার বারবার জল সরবরাহ চালু করার কথা বলেও কথা রাখতে পারেনি। প্রশাসন সূত্রে খবর, যে পাইপ ফেটেছে সেটি নতুন প্রকল্পের পাইপ নয়, ২০১৮-১৯ সালে পাইপটি পাতা হয়েছিল। পুরসভা জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা চলছে। স্থানীয় সূত্রে খবর জলের তোড়ে অন্তত ৪০টি বাড়ি ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৬০০ জন।