Barak UpdatesHappeningsBreaking News

হিমন্তের শরণার্থী ঘোষণায় মণিপুরের জনজাতিরা দলে দলে লক্ষীপুরে

ওয়েটুবরাক, ৫ মে : বৃহস্পতিবার রাত থেকেই নৌকোয় জিরিনদী পেরিয়ে লক্ষীপুর মহকুমার বিভিন্ন অংশে মণিপুর থেকে জনজাতিদের আসা শুরু হয়েছে৷ নিজের রাজ্যে মণিপুরি  ও জনজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ তীব্রতর হয়ে উঠতেই নিরাপত্তার জন্য তারা আসামের কাছাড় জেলাকেই বেছে নেন৷ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য জানিয়েছেন, তাঁর সরকার মণিপুর থেকে বিতাড়িতদের শরণার্থীর মর্যাদায় থাকা-খাওয়ার ব্যবস্থা করবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের তরফে তাদের কোথায় কোথায় রাখা যায়, তাদের জন্য রেশন সংগ্রহ ইত্যাদি ব্যাপারে দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷

নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সব মিলিয়ে দুপুর বেলায় সংখ্যাটা ছিল সাতশো৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এটা ক্রমে বাড়ছে৷ এরা মূলত লক্ষীপুরের ইউনিয়ন হাই স্কুল এবং মারকুলিনের গির্জায় এসে আশ্রয় নিয়েছে৷ লক্ষীপুর মহকুমার বিভিন্ন জনজাতি গ্রামেও অনেকে গিয়ে উঠেছেন৷

পুলিশ সুপার নোমল মাহাত্তা লক্ষীপুরে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেন৷ এখানে তাদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker