NE UpdatesHappeningsBreaking News
উপদেশ চাননি কোনওদিন, ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা
ওয়েটুবরাক, ১৫ এপ্রিল: মনিপুরের বিজেপি বিধায়ক তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাধেশ্যাম সিং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে ইস্তফা দিয়েছেন। তাঁর বক্তব্য, পদ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি বা তাঁর কাছে কোন উপদেশও চাওয়া হয়নি। তাই পদ আঁকড়ে থেকে কোনও লাভ নেই। রাধেশ্যাম মুখ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন৷ সেখানে অবশ্য তিনি লেখেন, আসন্ন লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে নজর দেওয়ার জন্যই তিনি দায়িত্ব থেকে অব্যহতি চাইছেন। রাধেশ্যাম সাংবাদিকদের বলেন, তিনি পদমর্যাদা চান না বরং মানুষের জন্য কাজ করতে চান। চার মাস আগে তাঁকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদ দেওয়া হয়েছিল কিন্তু তাঁর কাছে কেউ আজ পর্যন্ত কোনও উপদেশ চাওয়া হয়নি। তাঁর আক্ষেপ, “জনগণ ভাবে আমি মুখ্যমন্ত্রীর দলের লোক, তাই তারা তাদের অভাব অভিযোগ আমায় জানান, আশা করেন তার সমাধান হবে। কিন্তু আমি তেমন কোনও ভূমিকাই নিতে পারিনি। তাই মানুষের প্রত্যাশা পুরণ না করতে পারার অপরাধের বোঝা না বাড়িয়ে আমি পদত্যাগের রাস্তা বেছে নিলাম।”