Barak UpdatesHappeningsBreaking News
আধার-পেন কার্ড সংযোগ বিনা মাশুলে করার দাবি সক্রিয়পন্থী প্রবীণদের
ওয়েটুবরাক, ২ মার্চ : ভারত সরকার সকলের জন্য পেন কার্ড ও আধার কার্ড সংযোগ করার শেষ তারিখ ৩১মার্চ, ২০২৩ পর্যন্ত নির্ধারণ করে ১০০০ (এক হাজার টাকা) ফি নির্ধারণ করায় ভীষণ ক্ষতিগ্রস্ত ও চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। আর এজন্য বেসরকারি সেবা কেন্দ্রগুলি ৫০ টাকা থেকে ১০০ টাকা পারিশ্রমিক আদায় করছেন।
গরিব, নানা যোজনার যারা ভাতা পান, ছোট দোকানি মধ্যবিত্ত, বয়স্ক ব্যক্তি সকলকেই ব্যাঙ্ক সেবা অব্যাহত রাখতে হলে এই মাসের মধ্যেই পেন কার্ড ও আধার কার্ড সংযোজন সমাপ্ত করতে হবে ১১০০ টাকা খরচ করে। তা না হলে পেন কার্ড অচল হয়ে যাবে বলে বার বার সরকারি তরফে দেখানো হচ্ছে৷
শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ এর প্রতিবাদ করে ভারতের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে ই-মেল যোগে আবেদন করেছেন, এই সংযোগের কাজটি শুল্কমুক্ত করে ব্যাঙ্ক ও ডাকঘরের উপর দেওয়া হোক এবং সময়সীমা ছয়মাস বর্ধিত করা হোক। উত্তর পূর্বের পশ্চাদপদের কথা কেন্দ্র সরকারের জ্ঞাতসারে রয়েছে, তাই এ অঞ্চলের
মানুষের কথা ভেবে এব্যাপারে সাহায্যের হাত বাড়ানো প্রয়োজন বলে প্রবীণ নাগরিকরা আর্জি পেশ করেছেন।