NE UpdatesHappeningsBreaking News
উচ্ছেদ অভিযান, বুঢ়াচাপরি অভয়ারণ্যে শোণিতপুর জেলা প্রশাসনের বুলডোজার
ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি: আসামের বুড়াচাপড়ি অভয়ারণ্যে ১৮৯২ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান শুরু হল। শোণিতপুর জেলা প্রশাসন জানিয়েছে, ১৯৮০-র দশক থেকে সেখানকার জঙ্গলের জমি দখল শুরু হয়৷ সেখানে বসবাসকারী মানুষ বুড়াচাপড়ির জঙ্গলে থাকা প্রচুর গন্ডার হত্যা করে। ফলে বর্তমানে গন্ডারশূন্য বুড়াচাপড়ি। মঙ্গলবার বিশাল নিরাপত্তাবাহিনীকে সঙ্গে নিয়ে, এক্সক্যাভেটর ব্যবহার করে বেতনি, লংকেটাপু, বগামুখ এলাকায় উচ্ছেদ চালায় জেলা প্রশাসন। গুঁড়িয়ে দেয় ২৫৩১টি পরিবারের ঘরবাড়ি৷ ভাঙা পড়েছে মাদ্রাসা, মসজিদ, স্কুলও৷ বাসিন্দাদের আগেই এলাকা ছাড়ার নোটিস পাঠানো হয়েছিল বলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন।