Barak UpdatesHappeningsBreaking News
ভোটগণনার যাওয়ার আগে কাছাড়ে ১৪ কর্মী করোনায় আক্রান্ত
14 employees found +ve during mandatory test before counting
বাধ্যতামূলক টেস্টে ধরা পড়ে পজিটিভ

ওয়েটুবরাক, ১ মেঃ ভোটগণনা কেন্দ্রে যাওয়ার আগে কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। ছাড় মিলেছে শুধু যারা করোনার প্রতিষেধকের দুটি ডোজ গ্রহণ করেছেন। বাকিদের টেস্ট করাতে গিয়ে ধরা পড়ে, মোট ১৪জন করোনায় সংক্রমিত। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবার দুইদিন ধরে কাছাড়ের সাত আসনের মোট ৮৪৬জন গণনাকর্মীর কোভিড টেস্ট হয়। তাঁদেরই ১৪জন পজিটিভ বলে শনাক্ত হন। তাঁদের মধ্যে প্রায় সবাই উপসর্গহীন। একজনই শুধু গলায় একটু সমস্যা টের পাচ্ছিলেন। সবাইকেই বাড়িঘরে নিভৃতবাসে থাকতে বলা হয়েছে।
জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে, উদ্বেগের কিছু নেই। নেগেটিভ রিপোর্ট দেখেই গণনাকর্মীর পরিচয়পত্র ইস্যু করা হচ্ছে। ফলে যারা গণনাকেন্দ্রের ভেতরে ঢুকবেন, তাঁদের নিজেদের বা তাঁদের নিয়ে কারও কোনও আশঙ্কা নেই।