Barak UpdatesHappeningsBreaking News
অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করল এআইডিএসও
ওয়ে টু বরাক, ৩ ডিসেম্বর : শনিবার শিলচরে অগ্নিযুগের শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস এআইডিএসও সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শহরের ডাকবাংলোর সামনে স্থাপিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে এ উপলক্ষে সকাল সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত হয় মাল্যদান। শহিদের মূর্তিতে প্রথমে মাল্যদান করেন ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নকুল রঞ্জন পাল, নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার নীহার রঞ্জন পাল, এসইউসিআই দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালি গাঙ্গুলি, ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ প্রমুখ।
এরপর এআইএমএসএস-এর পক্ষে খাদেজা বেগম লস্কর, এআইডিওয়াইও’র জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ, এ আই ডি এস ও’র জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, এ আই কে কে এম এস এর পক্ষে সজল কান্ত দাস, অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের এর পক্ষ থেকে দিলীপ নাথ, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর পক্ষ থেকে সাবির আহমেদ মাঝারভূঁইয়া ও কবি স্বাগতা চক্রবর্তী মাল্যদান করেন। সেখানে ক্ষুদিরামের জীবন ও সংগ্রামের উপর বক্তব্য রাখেন নীহার রঞ্জন পাল।