Barak UpdatesHappeningsBreaking News
কৃষ্ণপুরে জমিবিবাদ নিয়ে মারপিট, শূন্যে গুলি
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর : কৃষ্ণপুর ইঅ্যান্ডডি মুখে জমি দখলকে ঘিরে ধারালো অস্ত্রশস্র নিয়ে দু-পক্ষের মারপিটের ঘটনায় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে তিন রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে । ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৩ টা নাগাদ । স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী বদরুল ইসলাম বড়ভূইয়ার দেওয়া বিবরণে জানা গিয়েছে, ওইদিন রাজু লস্কর, তাজু লস্কর ও পুতুল লস্কর, জহির উদ্দিন লস্করদের জমি দখলকে কেন্দ্র অস্ত্রশস্র নিয়ে মারপিট শুরু হলে তিনি ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এতে তিনি বিফল হয়ে অরুণাচল পুলিশ ফাঁড়িতে খবর দেন । অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রশান্তকুমার দাস দলবল নিয়ে ঘটনাস্থলে আসলে এক পক্ষ মারমুখি হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে তাঁকে শূন্যে তিন রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে।
কৃষ্ণপুর ভৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বড়ভুইয়া জানান, দীর্ঘ দিন ধরে উভয় পক্ষের মধ্যে ওই জমিখণ্ড নিয়ে আইনি লড়াই চলছে। তার জানা মতে ঘটনাটি আদালতে বিচারাধীন, রায় হয়েছে বলে তাঁর জানা নেই । এর মধ্যে রাজু লস্কর , তাজু লস্করের দল অন্য একটি পক্ষের কাছে জমি বিক্রি করে দিয়েছেন । আর সেই বিক্রিত জমির দখল নিতে গিয়ে মারপিটের ঘটনা । এদিনের মারপিটে উভয় পক্ষের কয়েকজন জখম হয়েছেন । এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাস্কর জ্যোতি চৌধুরীকে দলবল নিয়ে ছুটে আসতে হয় । শিলচর থেকে সিআরপিএফ বাহিনীকে ছুটে আসতে দেখা গেছে ।
পুলিশ উভয় পক্ষের কয়েকজনকে গ্রেফতার করে অরুণাচল পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এদিন পুলিশের সঙ্গে এক প্রস্ত ঠেলাধাক্কাও হয়েছে । এক মহিলা পুলিশ কর্মীকে কর্দমাক্ত দেখা গেছে । ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের । জিপি সভাপতি হিফজুর রহমান বড়ভুইয়া উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ডেগার, দা, লাঠি ইত্যাদি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।