Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

শুক্রবার বাংলাদেশের সহকারি হাই কমিশনার তিনদিনের বরাক সফরে

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : বাংলাদেশ সরকারের গুয়াহাটিস্থ সহকারি হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর শুক্রবার বরাক উপত্যকা সফরে আসছেন। শনিবার তিনি সকাল সাড়ে দশটায় শিলচরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন৷  এরপর চেম্বার অফ কমার্স এবং আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে দেখা করবেন। শনিবার তিনি প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা সুদৃঢ় করার ব্যাপারে আলোচনার জন্য শিলচরের এনআইটি পরিদর্শন করবেন৷  সেদিনই তিনি করিমগঞ্জ যাবেন। শনিবার তিনি সেখানে রাত কাটিয়ে পরদিন রবিবার করিমগঞ্জে চেম্বার অফ কমার্স এবং আমদানি ও রপ্তানিকারীদের সঙ্গে দেখা করবেন।বাংলাদেশের সহকারি হাই কমিশনার রবিবারই সকাল সাড়ে দশটায় করিমগঞ্জ থেকে রওনা হয়ে শিলচর হয়ে গুয়াহাটি চলে যাবেন।

Rananuj

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker