Barak UpdatesHappeningsBreaking News
চাকরি নেওয়ার পরিবর্তে বিশ্ববিদ্যালয় ছাত্রদের চাকরি দেওয়ার পরামর্শ দিলেন সুন্দরম, পানিগ্রাহী
ওয়েটুবরাক, ২৩ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় ও স্বাবলম্বী ভারত অভিযান, দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে বিশ্ব উদ্যোগী দিবস পালন করা হলো৷ আজ ২৩ আগস্ট, বিপিনচন্দ্র পাল সেমিনার হলে আয়োজিত অনুন্ঠানে
উদ্বোধনী ভাষণ দেন অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি প্রধানমন্ত্রীর পঞ্চপ্রাণ সংকল্পের প্রসঙ্গ উল্লেখ করে ভারতবর্ষকে বিশ্ব গুরু বানাতে ছাত্রদের এগিয়ে এসে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বদেশি জাগরণ মঞ্চের সর্বভারতীয় সংগঠক আর সুন্দরম ভারতের উন্নতির জন্য ছাত্রদের উদ্যোগি হওয়ার জন্য আহ্বান জানান। বিভিন্ন উদ্যোগপতিদের সাফল্যের নানা দিক নিয়ে আলোচনা করে ছাত্রদের উদ্যোগপতি হওয়ার পরামর্শ দেন৷ স্বদেশি জাগরণ মঞ্চের সর্বভারতীয় সংগঠন প্রমুখ অন্নদা শঙ্কর পানিগ্রাহীও ছাত্রদের উদ্যোগী হয়ে প্রতিষ্ঠান গড়ে চাকরি নেওয়ার পরিবর্তে চাকরি দেওয়ার সংকল্প করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ প্রদোষ কিরণ নাথ বিশ্ব উদ্যোগী দিবস পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। যুবা উদ্যোগপতি নবিন গুলগুলিয়া নিজের সাফল্যের কাহিনি তুলে ধরে ছাত্র এবং জীবিকা সখীদের উৎসাহিত করেন।
সভাপতির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর এম পন্থ ছাত্রদের উদ্যোগপতি হয়ে ভারতের উন্নতির জন্য ছাত্রদের একযোগে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে ধন্যবাদ ও সমাপ্তি ভাষন দেন স্বদেশি জাগরণ মঞ্চের আসাম রাজ্য সহ সংযোজক শান্তনু সূত্রধর।