NE UpdatesHappeningsBreaking News

সাইকেলে পাঁচ রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত ঘুরলেন ১৩ বিএসএফ জওয়ান
13 cyclists from BSF takes part in ‘Maitri Cycle Rally’

ওয়েটুবরাক, ১৭ মার্চঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করছে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। দুই দেশের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিএসএফ এ উপলক্ষ্যে মৈত্রী সাইকেল যাত্রার আয়োজন করে। গত ১০ জানুয়ারি দক্ষিণবঙ্গের পানিতর সীমান্ত চৌকি থেকে আনুষ্ঠানিকভাবে রওয়ানা হন ১৩ জওয়ান। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সাইকেলে ভ্রমণ করেন তাঁরা। ৬৬ দিনের যাত্রার পরিসমাপ্তি ঘটে আজ বুধবার দুপুরে। মিজোরামের শিলকুরি সীমান্তচৌকিতে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে সাইকেলযাত্রীরা জানান, জায়গায় জায়গায় তাদের সঙ্গে বিজিবি অফিসার-জওয়ানদের দেখাসাক্ষাত হয়। এ ছাড়া স্থানে স্থানে স্কুলছাত্ররা তাঁদের স্বাগত জানিয়েছেন, জেলা প্রশাসন বৈঠক করেছে।

Rananuj

No description available.আজ শিলকুরিতে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল রাকেশ আস্তানা। ছিলেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাকির হোসেন। তিনি বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য বিএসএফ-কে সাধুবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজোরাম পুলিশের ডিরেক্টর জেনারেল শশীভূষণ কুমার সিং, বিএসএফের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পঙ্কজকুমার সিং, কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ডিকে বরা, ডিআইজি কুলদীপ সিং প্রমুখ।

No description available.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker