NE UpdatesHappeningsBreaking News
বীর লাচিতের ১২৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসছে আসামে125-foot bronze statue of Lachit Barphukan to be built with ₹175 cr at Jorhat
ওয়ে টু বরাক, ১৯ নভেম্বর : বীর লাচিত বরফুকনের ১২৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি নির্মিত হবে আসামে। এই মূর্তি নির্মাণে খরচ হবে ১৭৫ কোটি টাকা। বীর সেনানীকে শ্রদ্ধা জানিয়ে এই মূর্তি বসানো হবে যোরহাটের হোলঙ্গাপারে। শনিবার সন্ধ্যায় টুইট করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, এই মূর্তি স্থাপনের মাধ্যমে আসামের প্রবাদপ্রতিম সেনানীকে শ্রদ্ধা প্রদর্শন করা হবে, যিনি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে মোগলদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করেছিলেন।
এ দিকে, গুজরাট সফর শেষ করে মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে আসাম ভবনে দু’দিনব্যাপী লাচিত দিবস পালনের প্রস্তুতি খতিয়ে দেখেন। এ সংক্রান্ত এক বৈঠকেও তিনি অংশ নেন। এই বৈঠকে মন্ত্রী অতুল বরা, মন্ত্রী পীযূষ হাজরিকা ও মন্ত্রী বিমল বরা সহ কয়েকজন বিধায়ক ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
This 125-foot bronze statue of Lachit Barphukan to be built with ₹175 cr at his memorial at Hollongapar, Jorhat, will be Assam's glorious tribute to the legendary General whose heroics had saved our motherland from falling into Mughal hands.
Here's a 3D model of the statue: pic.twitter.com/MHe9GXDab0
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 19, 2022
মুখ্যমন্ত্রী পৃথক এক টুইট করে জানান, এক কর্মসূচিকে সফল রূপ দিতে রাজ্য সরকার সবার সক্রিয় অংশগ্রহণ চাইছে। আর এতে অনেকেই এগিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পাঠরত আসামের পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন। তারা এই জন্মজয়ন্তী উদযাপনকে সার্থক রূপ দিতে এগিয়ে এসেছে।