Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে টিউবের ভেলায় ক্যানসার আক্রান্তদের পারাপার!
ওয়েটুবরাক, ২১ মে : দুদিন ধরেই জল আর জল শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতালের সামনে৷ কোথাও হাঁটুজল, কোথাও আবার কোমর ছাড়িয়ে৷ দূর-দূরান্ত থেকে রোগীরা এলেও হাসপাতালে ঢুকতে পারছিলেন না৷ ডিরেক্টর রবি কান্নান কাছাড় জেলা প্রশাসনের কাছে নৌকো চাইলেও মেলেনি৷ জেলার চতুর্দিকে বন্যার দরুন সমস্ত নৌকাই দুর্গত মানুষদের উদ্ধারের কাজে নিয়োজিত৷ জেলা প্রশাসন সব সময় সব ধরনের সহায়তায় এগিয়ে এলেও তাদের পক্ষে এই সময়ে নৌকার ব্যবস্থা করা সম্ভব হয়নি৷ শেষে হাসপাতালের কর্মীরাই সমস্যা সমাধানে এগিয়ে আসেন৷ রাবারের টিউব কিনে এনে ভেলা বানান৷ টিউব ফুলিয়ে এর ওপর কাঠের পাটাতন ফেলে তৈরি করেন এক বিশেষ যান৷ তাতেই বৃহস্পতিবার থেকে চলছে রোগী পারাপার৷
হাসপাতালের মুখ্য প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তী জানান, এ ভাবে না আনলে বেশ কয়েকজন মূমুর্ষূ রোগীকে বাঁচানো মুশকিল হতো৷ না তাদের বাড়ি ফিরিয়ে নেওয়া যেত, না ওই জল ভেঙে হাসপাতালে আনা যেত৷ কল্যাণ চক্রবর্তী হাসপাতাল কর্মীদের এই উদ্যোগ ও শ্রমদানের ভূয়সী প্রশংসা করেন৷
পাশাপাশি ক্যানসার হাসপাতালকে নৌকো দিতে না পারলেও বন্যাবিধ্বস্ত মানুষদের উদ্ধারে জেলা প্রশাসন যে ভূমিকা গ্রহণ করেছে, কল্যাণবাবু সেজন্য তাদের সাধুবাদ জানান৷ তিনি বলেন, জেলা প্রশাসন ক্যানসার হাসপাতালের সহায়তায় সব সময় এগিয়ে আসে৷