Barak UpdatesHappeningsCultureBreaking News
৫ জ্যৈষ্ঠে ভাষাশহিদদের শ্রদ্ধা জানাল আর্য সংস্কৃতি
ওয়েটুবরাক, ২১ মে : আর্য সংস্কৃতি বোধনী সমিতির পক্ষ থেকে গত ৫ জ্যৈষ্ঠ শুক্রবার একাদশ ভাষাশহিদ স্মরণে দুপুর ২টা ৩৫ মিনিটে তারাপুর রেলস্টেশনে রেললাইনে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়৷ পরে শহিদ বেদীমূলে পুষ্পার্ঘ অর্পণ ও সমিতির প্রতিষ্ঠাতা মুখ্য সংযোজক সদ্যপ্রয়াত গৌতম ভট্টাচার্যের কথায়-সুরে “পাঁচ জ্যৈষ্ঠের গাই জয়গান” গানের মাধ্যমে একাদশ শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখান থেকে সমিতির এক প্রতিনিধি দল গান্ধীবাগ শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ এবং সেইসঙ্গে গৌতম ভট্টাচার্যের কথা-সুরে সমবেতভাবে ৩টি সঙ্গীতের মাধ্যমে শহিদদের স্মরণ করে।
আর্য সংস্কৃতি বোধনী সমিতির কেন্দ্রীয় সম্পাদক বিপ্লব দেবনাথ বলেন, যেহেতু বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে এগারো ভাইবোন আত্মাহুতি দিয়েছিলেন আর যেখানে আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার এত সমৃদ্ধশালী তাই বাংলা তারিখ যে ৫ জ্যৈষ্ঠ তা সবাই জেনে রাখুক, যথাসম্ভব পালন করুক। ১৯ নিয়ে এখানে বিন্দুমাত্র দ্বন্দ্ব বিভেদ নয়। এটা আমাদের প্রত্যেকের স্বাভিমান। দীর্ঘ বছর ধরে আর্য সংস্কৃতি বাংলা তারিখ মেনেই শহিদ দিবস পালন করে আসছে।
প্রসঙ্গত, ৬১ বছর আগে পুলিশের গুলিচালনার দিনে ১৯ মে বাংলা ক্যালেন্ডারে ছিল ৫ জ্যৈষ্ঠ৷ এবার অবশ্য ১৯ মে ছিল বৃহস্পতিবার এবং পরদিন ৫ জ্যৈষ্ঠ৷