Barak UpdatesHappeningsBreaking News
বিহান এনজিওর চিকিৎসা শিবির
ওয়েটুবরাক, ৩ জুলাই : তারাপুর তরুণ বয়েজ ক্লাব প্রাঙ্গণে রবিবার বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে বিহান এনজিও৷ ডা. অপরাজিতা চক্রবর্তী শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন৷ সংস্থার তরফে তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়৷ বিহান এনজিও সদস্যরা জানান, এই চিকিৎসা শিবিরের সহযোগিতায় ছিল জেলা স্বাস্থ্য বিভাগ৷
এই চিকিৎসা শিবিরে স্থানীয় লোকদের কাছ থেকে বিশেষ সাড়া পাওয়ায় বিহান এনজিও সভাপতি কমলদীপ পুরকায়স্থ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিহান ভবিষ্যতেও এইধরণের জনকল্যাণমূলক কাজের প্রচেষ্টা চালিয়ে যাবে।