Barak UpdatesHappeningsBreaking News
লাইফলাইন ফাউন্ডেশনের আহ্বানে এনসিসি ক্যাডেটদের তিনদিনের রক্তদান
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : শিলচরের এসএম দেব সিভিল হাসপাতালে শুরু হলো লাইফলাইন ফাউন্ডেশন ও আসাম এনসিসি-র তিন নম্বর ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী রক্তদান শিবির। আজ মঙ্গলবার প্রথম দিনে শিবিরে মোট ১৫ জন এনসিসি ক্যাডেট রক্তদান করেন।
লাইফলাইন ফাউন্ডেশন এর পক্ষ থেকে পল্লবিতা শর্মা জানান, থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রতি মাসের রক্ত জোগাতেই তাদের এই বিশেষ উদ্যোগ। শিলচরের গ্রুপ কমান্ডিং অফিসার কর্নেল বিকাশ কতোচ এই শিবির আয়োজনে আন্তরিক ভাবে সাহায্য করেছেন। পল্লবিতার কথায়, এনসিসি যেভাবে ভবিষ্যতের সেনা গঠনে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে, একই ভাবে রক্তদান শিবির করে ক্যাডেটদের রক্তদান আন্দোলনে জড়িত করে তাদের মধ্যে সেবার মনোভাব জাগিয়ে তুলছে৷ মানুষের প্রাণ রক্ষায় নিজের রক্ত দান করার জন্য উৎসাহিত করা সত্যিই প্রশংসনীয়।
লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদাতা এবং সিভিল হসপিটালের সংশ্লিষ্ট কর্মী ও কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে।
লাইফলাইন ফাউন্ডেশন অনেক বছর ধরে থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য কাজ করে চলেছে। কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি তিন জেলাতেই তাদের শাখা রয়েছে এবং প্রত্যেক জেলায় তাঁরা রক্ত জোগারের জন্য কাজ করে চলেছেন। এই সংস্থা প্রয়োজনে রোগী ও তার পরিবারের সদস্যদের জন্য আসা-যাওয়ার ব্যাবস্থা এবং খাবারের ব্যবস্থাও করে দেয়। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে ফাউন্ডেশন আক্রান্তদের চিকিৎসা সহ বিভিন্ন ভাবে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবারের শিবিরে লাইফলাইন ফাউন্ডেশনের সদস্যের সঙ্গে স্মাইল এনজিওর কার্যকরী সভাপতি সুরজিৎ সোম ও বিজেপি নেতা পীযূষ কান্তি চৌধুরীও উপস্থিত ছিলেন৷