NE UpdatesBarak UpdatesHappenings
চালু হল জিরিবাম-আগরতলা জনশতাব্দীJiribam- Agartala Jan Satabdi flagged off virtually by Railway Minister
ওয়েটুবরাক, ৯ জানুয়ারি: মণিপুরের সঙ্গে ত্রিপুরার সরাসরি রেল পরিষেবা শুরু হল। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার দুপুর ২টায় পতাকা নেড়ে আগরতলা-জিরিবাম-আগরতলা প্রথম ট্রেনের যাত্রাশুরুর সংকেত দেন। তখন আগরতলা স্টেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পরিবহণ মন্ত্রী প্রণজিত সিংহ রায় এবং স্থানীয় বিধায়ক মিমি মজুমদার। তিনি আগরতলা থেকে জিরিবামগামী জনশতাব্দীকে যাত্রা করান৷ অন্যদিকে জিরিবাম থেকে জিরিবাম-আগরতলা জনশতাব্দীকে রওয়ানা হওয়ার সংকেত দেন সাংসদ ড. এল আর ফোজ এবং বিধায়ক আসাব উদ্দিন৷ তবে মণিপুরের মূল অনুষ্ঠানটি হয়েছে ইম্ফলে মুখ্যমন্ত্রীর দফতরে৷ সেখান থেকে ভিডিও কনফারেন্সে পতাকা নাড়েন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ এ ছাড়াও দিল্লি, আগরতলা, ইম্ফল, জিরিবাম চার জায়গা জুড়ে ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডি, বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং, মণিপুরের পরিবহন মন্ত্রী ভি ভালতে, সাংসদ সানাজাবা লাইসেম্বা ও মেরি কম৷
রেলমন্ত্রী অশ্বিনীকুমার বৈষ্ণব জানান, জনশতাব্দী এক্সপ্রেস চালু ছাড়াও ইম্ফল-মোরে রেললাইনের পরিকল্পনা রয়েছে তাদের৷ এটি বাস্তবায়িত হলে শুধু ত্রিপুরা-মণিপুর নয়, গোটা উত্তর-পূর্বাঞ্চল দক্ষিণ এশিয়ার সঙ্গে জুড়ে যাবে৷ মূলত এই অঞ্চলই হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে৷
ডোনার মন্ত্রী কিষান রেড্ডির আশা, অসম হয়ে এই দুই রাজ্য রেলে জুড়ে যাওয়ায় গোটা উত্তর-পূর্বের অর্থনীতিতে এর প্রভাব পড়বে৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই রেল পরিষেবার মাধ্যমে এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সম্পর্ক দৃঢ়তর হবে। উত্তরপুর্বাঞ্চলের আর্থিক পরিস্থিতিতে উন্নতি আনবে। তিনি বলেন, আগরতলা-আখাউড়া রেল পরিষেবা যাতে দ্রুত চালু করা যায় তারজন্যে কেন্দ্র তৎপর রয়েছে৷ শীঘ্র রেলমন্ত্রী ত্রিপুরায় যেতে পারেন৷
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ বলেন, তিনি অনুমোদন জানাচ্ছেন বলেই রেল দফতরের কাজকর্ম দ্রুত এগিয়ে চলেছে৷ জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও তিনি ইম্ফল-মোরে রেললাইন সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করেন৷