Barak UpdatesHappeningsBreaking News
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইর হাতে গ্রেফতার হিতেশ্বর পুত্র
ওয়েটুবরাক, ৮ নভেম্বর: ১৯৯৮ সালের অ্যাসকার্ড ব্যাঙ্কের এক ঋণ জালিয়াতির মামলায় রবিবার রাতে গ্রেফতার হলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার পুত্র অশোক শইকিয়া। ২০০১ সালে মামলার তদন্তভার নিয়েছিল সিবিআই। ২০০৩ সালে অশোক শইকিয়া মামলায় দোষী সব্যস্ত হন। সিবিআই ৯ নভেম্বর তাঁকে আদালতে হাজির হতে বলেছিল। কিন্তু রবিবারই গুয়াহাটির বাড়ি থেকে অশোক শইকিয়াকে গ্রেফতার করে সিবিআই। আজ তাঁকে আদালতে তোলা হবে। অশোক শইকিয়ার দাবি, তিনি যে ব্যাঙ্ককে ৯,৩৭,৭০১ টাকা ফেরত দিয়েছেন তার প্রমাণ রয়েছে। ব্যাঙ্কের সই করা সেই চিঠিও সাংবাদিকদের দেখান তিনি। তাঁর ভাই বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার অভিযোগ, টাকা শোধ করার পরেও গ্রেফতার করা রাজনৈতিক চক্রান্ত।