Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ জেলায় এ বছর ২৪২টি ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে
1,10,430 electors to exercise their franchise in 1307 polling booths in Karimganj

ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি: করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনে ৯ লক্ষ ১০ হাজার ৪৩০ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটার ৪ লক্ষ ৪৩ হাজার ৭১২ জন।শনিবার করিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত জেলাশাসক বিক্রমদেব শর্মা এই তথ্য জানান।

Rananuj

তিনি বলেন, কোভিড বিধি মেনে কোনও ভোটকেন্দ্রে এক হাজারের বেশি ভোটার না থাকার নির্দেশ ছিল কমিশনের ৷ ওই প্রেক্ষিতে জেলায় এ বছর আরও ২৪২টি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে জেলায় ১৩০৭টি ভোটকেন্দ্রে জেলাবাসী ভোট প্রদান করবেন। এর মধ্যে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ২৪৮টি, পাথারকান্দিতে ২৬৯, উত্তর করিমগঞ্জে ২৭৮, দক্ষিণ করিমগঞ্জ ২৮২ এবং বদরপুর বিধানসভা কেন্দ্রে ২৩০টি ভোটকেন্দ্র রয়েছে।

জেলায় ৩৪ টি ভোটকেন্দ্র ক্রিটিক্যাল হিসাবে রয়েছে। এগুলিতে নির্বাচন কমিশনের কঠোর দৃষ্টি রাখা হবে ভোট দানের সময়। এমসিসি কোডের ইনচার্জ অতিরিক্ত জেলাশাসক জেমস আইন্ড জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পোস্টার, ব্যানার ইত্যাদি সরিয়ে নেবার কাজ শুরু হয়েছে, মুছে দেওয়া হচ্ছে দেওয়াল লিখন৷ রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের ডেকে সভা করে এসব দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মিডিয়া সার্টিফিকেশন ও মনিটরিং কমিটির সদস্য সচিব সাজ্জাদুল হক চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্দেশে জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর পেড নিউজ সংক্রান্ত নজরদারি শুরু হয়েছে। তিনি এই কাজে জেলার সংবাদসেবীদের সহযোগিতা কামনা করেন। ইলেকশন অফিসার জাগৃতি কালোয়ার প্রাসঙ্গিক নানা তথ্য তুলে ধরেন। এসভিপ সেলের অফিসার সৌভক দত্ত জানান, জেলার ভোটারদের ভোটদানের জন্য উৎসাহ দিতে ইতিমধ্যেই পথনাটিকা, ট্যাবলো প্রদর্শন, সভা, শোভাযাত্রা ইত্যাদি আয়োজন করার কাজ জোরকদমে চলছে। এডিসি ইলেকশন পিকে গুপ্তা আসন্ন নির্বাচন আয়োজনের সব প্রক্রিয়া কোভিড বিধি মেনে চলছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker