Barak UpdatesHappenings

দুই ঘটনায় ১১ লক্ষ টাকা ছিনতাই, রাঁচির যুবক গ্রেফতার
11 lakh snatched at Silchar in 2 separate incidents, youth belonging to Ranchi arrested

২৯ মেঃ দুই ছিনতাইবাজ পরপর দুই পক্ষের কাছ থেকে মোট ১১ লক্ষ টাকা ছিনতাই করে। জনতার তাড়া খেয়ে এক যুবক ধরা পড়ে। দ্বিতীয় পক্ষের ২ লক্ষ টাকা উদ্ধার হলেও প্রথম পক্ষের ৭ লক্ষ টাকার হদিশ মেলেনি। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালক পলাতক।

প্রথম ঘটনাটি ঘটে বুধবার বেলা সোয়া ১২টায়। রাজদেও সিং নামে এক গ্রাহক স্টেট ব্যাঙ্কের তারাপুর শাখা থেকে সাত লক্ষ টাকা তোলেন। পুরো টাকা একটি ব্যাগে পুরে তিনি তারাপুরের রাস্তা ধরে হাঁটছিলেন। কিছুদূর এগোতেই দুই দুষ্কতী একটি বাইক নিয়ে তার সামনে এসে ব্রেক কষে। কিছু বোঝার আগেই বাইকের পেছনে বসা যুবক তার কাছ থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয়। হইচই জুড়তে জুড়তে তারা উধাও।

দ্বিতীয় ঘটনাটি এর আধঘণ্টার মধ্যে। এক বেসরকারি সংস্থার কর্মী ২ লক্ষ টাকা ব্যাগে ঢুকিয়ে বের হন। পরে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে তোলেন আরও ২ লক্ষ টাকা। মোট ৪ লক্ষ টাকা নিয়ে তিনি স্কুটিতে চেপে সার্কিট হাউসের সামনের রাস্তা ধরে চলছিলেন। ব্যাগটি তার এক কাঁধে ঝুলছিল। পেছনে তার এক বন্ধুও রয়েছেন। আচমকা দুই যুবক এসে ব্যাগটি ছিনিয়ে নেয়। তারা চিতকার করে-করে বাইকটির পিছু নেন। দ্রুত পালাতে গিয়ে ইন্ডিয়া ক্লাবের সামনে বাইকটি একটি গাড়ির সামনে পড়ে যায়। চালক দ্রুত উঠে পালিয়ে গেলেও পেছনে বসা যুবককে জনগণ ধরে ফেলে উত্তম-মধ্যম দেন। পরে তারাপুর পুলিশের হাতে তুলে দেন।

নিজের সাত লক্ষ ছিনতাইয়ের এফআইআর করতে রাজদেও সিং তখন তারাপুর ফাঁড়িতেই ছিলেন। তিনি ধৃতকে দেখেই শনাক্ত করেন। জানান, তার টাকাও সে-ই ছিনিয়ে নিয়েছে। ধৃতের পকেটে তল্লাশি চালিয়ে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। তা থেকেই জানা যায়, তার রাজ রাই, বাড়ি রাঁচির হনুমাননগর। পুলিশ তাকে চিকিতসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। সামান্য সুস্থ হলেই শুরু হবে জিজ্ঞাসাবাদ।

ও দিকে, দ্বিতীয় পক্ষের ব্যাগটি পাওয়া গেলেও তার ভেতরে ২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। কিন্তু রাজদেও সিংয়ের টাকার খোঁজ মেলেনি এখনও।

হাইলাকান্দিতেও বুধবার একই কায়দায় ২ লক্ষ ৩০ হাজার টাকা রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker