Barak UpdatesHappeningsBreaking News
বিদ্যালয় একত্রীকরনে শিক্ষার মাধ্যম নিয়ে সুস্পষ্ট সরকারি নীতি চাইল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর : রাজ্যে প্রাথমিক এবং এমই স্তরের বিদ্যালয়গুলো অবস্থা বিবেচনায় একত্রীকরণের যে সরকারি নীতি নেওয়া হয়েছে তাতে শিক্ষার মাধ্যম নিয়ে সুস্পষ্ট নীতিমালা চাইল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জল ঘোলা হওয়ায় সরকারি স্তরে সুস্পষ্ট নীতির আবশ্যকতা রয়েছে বলে সম্মেলনের তরফে অভিমত ব্যক্ত করা হয়েছে। শিলচরের দেশভক্ত তরুণ রাম এমই স্কুলকে অন্য বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণের প্রস্তাবে ওই বিদ্যালয়ে পড়ুয়াদের মাতৃভাষা অসমfয়ায় শিক্ষা গ্রহণের যে অধিকার রয়েছে তা যাতে কোনও অবস্থাতেই ক্ষুন্ন না হয় সে নিয়ে পাকা সিদ্ধান্ত গ্রহণ করতে শিক্ষামন্ত্রী ডাঃ রণজ পেগুকে বৃহস্পতিবার চিঠি লিখেছে বরাকবঙ্গ।
তরুণ রাম স্কুলে পঠন পাঠন কোন ভাষায় হবে সে নিয়ে শিক্ষামন্ত্রী যে স্পষ্টীকরণ দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বরাকবঙ্গ বলেছে, রাজ্যের দুই উপত্যকায় এক্ষেত্রে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করা দরকার। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন, তরুণ নাম স্কুলে শিক্ষার মাধ্যম প্রশ্নে সরকারি উদ্যোগে যে সংশয় সৃষ্টি হয়েছে তাকে সামনে রেখে বরাক উপত্যকার অভিমত পরিষ্কারভাবেই প্রকাশিত হয়েছে। উপত্যকার মানুষ মাতৃভাষা শিক্ষা থেকে কোন জাতিগোষ্ঠীর পড়ুয়ারা রাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারের কাছে তার আগ্রহের কথা জানিয়েছেন। এ নিয়ে মিথ্যা অপপ্রচারে দুই উপত্যকার মধ্যে ভুল বুঝাবুঝি যাতে না হয় সেজন্য সব পক্ষকেই সচেষ্ট থাকা প্রয়োজন।
শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে বরাকবঙ্গের সাধারণ সম্পাদক দত্ত বলেছেন, বহুভাষিক এই রাজ্যে প্রতিটি জনগোষ্ঠীর পড়ুয়াদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সাংবিধানিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেজন্য সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তরুণ রাম এম ই স্কুল সহ বরাক উপত্যকার সবগুলো অসমীয়া মাধ্যমের স্কুল যাতে যথাযথভাবে চলে বরাক বঙ্গ সে ব্যাপারে সরকারের কাছে আর্জি রাখছে । তবে পাশাপাশি দত্ত চিঠিতে এটাও বলেছেন ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা মাধ্যমের স্কুলগুলো একত্রীকরণের সময় যাতে অভিন্ন নীতি নেওয়া হয় সেটাও দেখা উচিত। ইতিমধ্যেই বাংলা মাধ্যমের বহু বিদ্যালয় বিভাগীয় পদক্ষেপে অসমীয়া মাধ্যমে রূপান্তরিত হয়েছে সে বিষয়টি চিঠিতে উল্লেখ করে বলেছেন , এসব যাতে না হয় সে ব্যাপারেও সরকারকে নিশ্চয়তা দেওয়া উচিত।
|
|