NE UpdatesBarak UpdatesBreaking News

আসাম চুক্তি মেনে চলার সঙ্কল্প নিতে কংগ্রেস চাপ দেবে বিধানসভায়
Congress to put pressure to abide by Assam Accord

৩ জানুয়ারি: আগামী ১৩ জানুয়ারি অসম বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন রাজ্যপাল জগদীশ মুখি৷ কেন একদিনের এই অধিবেশন, বিজ্ঞপ্তিতে এর কোনও উল্লেখ নেই৷ সিএএ বিরোধী আন্দোলনে গুলিচালনার ঘটনার পর কংগ্রেস, এআইইউডিএফ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছিল৷ অনুমান করা হচ্ছে, ১৩ জানুয়ারি সিএএ নিয়েই আলোচনা হবে৷ তবে বিরোধীরা সেদিন শাসকজোটকে চেপে ধরতে তৈরি হয়ে গিয়েছে৷  বিধানসভার বিশেষ অধিবেশনে অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালনের সঙ্কল্প গ্রহণ করে প্রস্তাব নিতে জোরালো দাবি জানাবেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ শুক্রবার জানিয়ে দিয়েছেন, তাঁদের সুচিন্তিত প্রস্তাব মেনে নিলেই মঙ্গল৷ নইলে তাঁরাই এ সংক্রান্ত প্রস্তাব আনবেন সে দিনের অধিবেশনে৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা জানান, বিধানসভায় বহুবার সর্বানন্দ সোনোয়াল অসম চুক্তি মেনে চলার কথা বহুবার বলেছেন৷ গত অধিবেশনেও একই কথা শুনিয়েছেন অসম চুক্তি রূপায়ণ মন্ত্রী কেশব মহন্ত৷ ফলে চুক্তির বিরুদ্ধে গিয়ে এখন তাঁরা সিএএ কার্যকর করতে পারেন না৷ বিভিন্ন শান্তিসভায় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, আগামী নির্বাচনে তাঁরা ১০০ আসনে জিতে ক্ষমতায় ফিরবেন৷ তরুণ গগৈ এরই পাল্টা হিসাবে বললেন, কংগ্রেসের সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা৷ অসমে নতুন দল গঠনের ব্যাপারে জোর চর্চা চলছে৷ তরুণ গগৈ সেই প্রস্তাবিত রাজনৈতিক দলের দিকে আগাম হাত বাড়িয়ে রাখার কথা ঘোষণা করেন৷ বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপনেতা রকিবুল হোসেনকে পাশে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘নতুনরা চাইলে আমরা মিত্রতায় রাজি৷’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker