NE UpdatesHappeningsBreaking News
আসামে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, ইঙ্গিত সুস্মিতার
ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারিঃ জোট বেঁধে তাঁরা বিজেপির বিরুদ্ধে যত গলা চড়িয়েছেন, জোট বাঁধতে গিয়ে তাঁরা পরস্পরের বিরুদ্ধে এর চেয়ে বেশি সমালোচনায় মুখর হয়েছেন। কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছিলেন, ২০২৪-র লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি আসামে অতিরিক্ত আসন দাবি ছেড়ে দিক, ২০২৬-র বিধানসভা ভোটে তাদের পুষিয়ে দেওয়া হবে। তাঁর এই মন্তব্যের পরই তেড়েফুঁড়ে জবাব দিয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ২০২৪-এর ভোটের পর কংগ্রেসের কী অবস্থা হয়, দেখা যাক। এর পর ২০২৬-এর কথা। সুস্মিতা বলেন, “কংগ্রেসের আগের বারের জেতা কোনও আসন আমরা দাবি করিনি। শুধু যেখানে তাদের জয়ের সম্ভাবনা নেই, সেগুলি শরিকদের বণ্টন করে দেওয়ার জন্য বলা হয়েছিল। তাও দিতে চাইছে না।”
“এই করে কি জোট হয়”, এই প্রশ্ন তুলে তিনি পশ্চিমবঙ্গের মতো অসমেও তৃণমূলের একক ভাবে প্রতিদ্বন্ধিতার ইঙ্গিত দেন। তাঁর কথায়, শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।