India & World UpdatesHappeningsBreaking News

বাংলাদেশের নথি না থাকলেও সিএএ-তে আবেদন করতে পারবেন, নতুন কথা শোনালেন অমিত মালব্য

ওয়েটুবরাক, ২৯ জুলাইঃ সিএএ-র রুলে দুই ধরনের নথির কথা বলা হয়েছে৷ আবেদন করতে গেলেই জমা করতে হয় 2014 সালের 31 ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাসের প্রমাণ পত্র এবং এর আগে কোন দেশে ছিলেন, সে দেশের কোনও প্রামাণ্য নথি৷ ভারতের নথি নিয়ে সমস্যা না থাকলেও বাংলাদেশ থেকে যে এসেছে, সেই ধরনের কোনও নথি ঘরে না থাকায় অনেকে নাগরিকত্বের জন্য সিএএর অধীনে আবেদন করতে পারছেন না৷ এই কথা জেনে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, আগে বাংলাদেশে বসবাস করছিলেন, এমন নথি না থাকলেও আবেদনে সমস্যা নেই৷ রুলে বলা হয়েছে, তাঁরা বাংলাদেশের নথি নেই ঘরে টিক মেরে আবেদন করবেন৷ তাঁর কথায়, একে বলে  সাবজেক্ট টু ইন্টারভু৷ তাঁর দাবি, ইন্টারভু পর্বেও এ নিয়ে সমস্যা হবে না৷ কারণ এই ধরনের মানুষদের নাগরিকত্ব প্রদানের জন্যই আইন সংশোধন করা হয়েছে, রুল তৈরি করা হয়েছে৷

সোমবার শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন সাংসদ ডা. রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তী৷ তাঁরা কেউ অবশ্য কোনও ইস্যুতে মুখ খোলেননি৷

মূলত বাজেটের ইতিবাচক দিকগুলি নিয়ে আলোচনার জন্যই অমিত মালব্য শিলচরে এসেছেন৷ রবিবার ইন্টেলেকচুয়াল মিট করেন৷ সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker