India & World UpdatesHappeningsBreaking News

মৈত্রী পাইপলাইন থেকে ডিজেল চুরি! ধৃত ৪

ওয়েটুবরাক, ২৬ নভেম্বর : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন থেকে ডিজেল চুরি করতে গিয়ে ধরা পড়ল ৪ চোর। মৈত্রী তেল পাইপলাইনের ১১৭ কিলোমিটার শেষ হয়েছে বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ফেরোশাডাঙা চক ইসবপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ১১৭ কিলোমিটার সংকেতখুঁটি থেকে ৪০ গজ দূরে প্রায় ৬ ফুট গর্ত করে পাইপলাইনের ছিদ্র দিয়ে তেল চুরির জন্য বিকল্প লাইন তৈরি করা হয়। তবে পাইপলাইনে সেন্সর থাকায় তেল চুরির সময়ই ধরা পড়ে যায় চার চোর।

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল  কার্যালয়ের ব্যবস্থাপক (অপারেশন) প্রবীর হীরা জানান, শুক্রবার পার্বতীপুর আরটি অফিসে পাইপলাইনের লিকেজ সংকেত বেজে ওঠে। পরে প্রকল্পের ভারতীয় অফিসের শিলিগুড়ি  মার্কেটিং টার্মিনালে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, ১১৭ কিলোমিটার সংকেতখুঁটির কাছে পাইপ লিকেজ হয়েছে। খোঁজ নিয়ে পার্বতীপুর আরটি অফিসের লোকজন চক ইসবপুরে ডিজেলের গন্ধ পান এবং ঘটনাস্থলে আলগা মাটি দেখতে পান। পরে মাটি খুঁড়ে তেলের পাইপে ছিদ্র দেখে তেল চুরির চেষ্টার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে চারজনকে গ্রেফতার করে চিরিরবন্দর থানা-পুলিশ।

প্রবীর হীরা বলেন, ”তেল চোরেরা ১০ ইঞ্চি ব্যাসার্ধের মূল পাইপে ৪ মিলিমিটার ছিদ্র করে দুটি ক্লাম সেট করেছিল। সেই ছিদ্রের সঙ্গে দেড় ফিট লম্বা জিআই পাইপ সেট করা হয়। সেটির মাথায় বলভাল্ব লাগিয়ে তাতে চাবি সেট করে দিয়েছিল। যাতে তেল বের করার পর সেই চাবি আটকে দেওয়া যায়। ইতিমধ্যে ছিদ্রটি বন্ধ করে তা মেরামত করা হয়েছে।”

এই ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তরা হলেন পার্বতীপুর আইবিএফপিএল আরটি অফিসের লাইনম্যান জাহাঙ্গির আলম, মহম্মদ ফেরদৌস, মানিক শাহ, ও জমির মালিক সাশকান্দর এলাকার নজমুল হক ও আমিনুল ইসলাম।  লাইনম্যান মহম্মদ ফেরদৌস পলাতক। বাকি চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker