NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় শাসক জোটের বিধায়কের ইস্তফা
ওয়েটুবরাক, ২৯ জুনঃ ত্রিপুরায় শাসক জোটের শরিক আইপিএফটি-র এক বিধায়ক বিধানসভার সদস্যপদে ইস্তফা দিয়েছেন। “ব্যক্তিগত কারণ” জানিয়ে আজ মঙ্গলবার অধ্যক্ষ রেবতীমোহন দাসের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা আসনের বিধায়ক বৃষকেতু দেববর্মা। তাঁর ইস্তফার দরুন বিধানসভায় আইপিএফটি-র শক্তি কমে দাঁড়াল সাতে।
৪৪ বছর বয়সী বৃষকেতুবাবু পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠিয়েছেন আইপিএফটি সভাপতি নরেন্দ্রচন্দ্র দেববর্মা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক জোটের নেতা বিপ্লবকুমার দেবের কাছেও। আচমকা কেন এমন সিদ্ধান্ত? নরেন্দ্রবাবু জানিয়েছেন, এ তাঁরও বোধগম্য হচ্ছে না। ইস্তফার প্রতিলিপি পেয়েই তিনি বৃষকেতুবাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু তাঁর মোবাইল স্যুইচড অফ।
অনুমান করা হচ্ছে, ২০১৮ সালের নির্বাচনে প্রথমবারের জন্য জেতা বিধায়ক বৃষকেতু দেববর্মা মহারজা প্রদ্যোতকিশোরের দল তিপরা মথায় যোগ দেবেন। তিপরা মথা এ বারের স্বশাসিত পরিষদ নির্বাচনে সিপিএমকে উৎখাত করে সংখ্যাগরিষ্ঠ হয়েছে। আইপিএফটি-ও এই নির্বাচনে পর্যুদস্ত হয়েছে।