NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে করোনা মুক্ত হলেন আরও এক আক্রান্ত1 more discharged, total recovered patients now 18 in Assam
২০ এপ্রিল : সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও এক করোনা আক্রান্ত। এ দিন রাজ্যের সোনাপুর সিভিল হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পর পর দুটি টেস্ট নিগেটিভ আসায় তাঁকে চেড়ে দেওয়া হয়েছে। ফলে তাঁকে নিয়ে এ পর্যন্ত রাজ্যের মোট ১৮ জন করোনা রোগী সুস্থ হয়ে ঊঠেছেন। সোমবার সকালেই এ কথা জানিয়ে টুইট করেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
One #COVID19 patient – Hazrat Ali has been discharged today from Sonapur Civil Hospital, after his two successive tests confirmed as negative.
Cured patients -18.
Request all to strictly follow home quarantine guidelines. pic.twitter.com/vYqXUzNWxV
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 20, 2020
অন্য এক টুইটে মন্ত্রী সবাইকে হোম কোয়ারেন্টাইনের গাইডলাইন কঠোরভাবে পালন করার অনুরোধ জানান। মন্ত্রী হিমন্তবিশ্ব আরও জানান, ৪৩ জন চিকিৎসক ও নার্সের মধ্যে যে ৬ জনকে গুয়াহাটির তাজ ভিভান্ত হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, তাঁদের সোমবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি করোনার লড়াইয়ে সামিল চিকিৎসক ও নার্সদের পুনরায় একবার সাধুবাদ জানান।