NE UpdatesBarak UpdatesIndia & World Updates

পণ্য নিয়ে মিজোরামে যাবেন না কাছাড়ের লরিচালকরা

১০ অগস্ট: করোনা পরীক্ষার নামে মিজোরামে চলাচলকারী লরিচালক ও সহকারীদের হয়রানি করা হচ্ছে৷ অভিযোগ করেছেন কাছাড় জেলার লরিচালকরা৷ প্রতিবাদে তারা পণ্য নিয়ে মিজোরামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

সোমবার কাছাড় ট্রাক মালিক সংস্থা ও শিলচর গুডস ক্যারিয়ার কো-অর্ডিনেশন কমিটির এক যৌথ সভা লক্ষীপুর রোডের হাওয়ামহল অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হয়৷ নাগরিক অধিকার রক্ষা কমিটির সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ তাতে পৌরোহিত্য করেন৷ চালকরা তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, মিজোরামে ঢুকতেই অনভিজ্ঞ মানুষ দিয়ে লালারস সংগ্রহ করা হয়৷ গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখেই রিপোর্ট না আসা পর্যন্ত চালক-সহকারীদের কোয়রান্টাইনে নিয়ে যাওয়া হচ্ছে৷ গাড়ি ও পণ্যের নিরাপত্তা নিয়ে তাঁরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন৷ এই সব জেনে অনেক চালক মাঝপথ থেকে ফিরে এসেছেন৷ তাই এখন মিজোরামে না যাওয়াই ভাল বলে মনে করছে কাছাড় ট্রাক মালিক সংস্থা ও শিলচর গুডস ক্যারিয়ার কো-অর্ডিনেশন কমিটি৷

তবু তাঁরা এ নিয়ে শিলচরের মিজোরাম হাউসের লিয়াসঁ অফিসারের সঙ্গে কথা বলবেন৷ স্মারকপত্র পাঠাবেন মিজোরামের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে৷ প্রতিলিপি দেবেন আসামের মুখ্যমন্ত্রীকেও৷ দাবি জানাবেন, লালারস পরীক্ষা করাতে হলে তাঁরা যেন ভাইরেংটিতে স্বাস্থ্য দফতরের মাধ্যমে তা সংগ্রহ করে৷ কেউ পজিটিভ হলে তাকে যেন মিজোরামে ভর্তি না করে আসামে পাঠিয়ে দেওয়া হয়৷

তাঁরা সিদ্ধান্ত নেন, এ সব নিয়ে আসামের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডা. রাজদীপ রায়, ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন৷

সোমবারের সভায় বক্তাদের মধ্যে ছিলেন নারায়ণ মিত্র, বাহারউদ্দিন মজুমদার, ফারুক আহমেদ, দিলীপ মিত্র, বিমলেন্দু রায় প্রমুখ৷ নাগাটিলা কমার্শিয়াল ট্রাক অ্যাসোসিয়েশন, বরাক ভ্যালি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, অল ক্যারিয়ার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও এই বৈঠকে প্রতিনিধি পাঠায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker