NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড় থেকে আলিপুরদুয়ার বিশেষ ট্রেনের যাত্রা শুরু ২৮শেSpecial train from Dibrugarh to Alipurduar to start journey on 28 November
১৭ নভেম্বর : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উজান অসমের ডিব্রুগড় থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ নভেম্বর থেকেই ০৫৯১৮ নম্বরের ট্রেনটি ডিব্রুগড় থেকে চলাচল আরম্ভ করবে। আগামী ১ ডিসেম্বর থেকে ০৫৯১৭ নম্বরের ট্রেনটি আলিপুরদুয়ার থেকে যাত্রা আরম্ভ করবে।
ডিব্ৰুগড় এবং আলিপুরদুয়ারের মধ্যে বিশেষ ট্রেনটি (০৫৯১৮/০৫৯১৭) গোলকগঞ্জ জংশন এবং নিউ কোচবিহার হয়ে চলাচল করবে। ২৮ নভেম্বর সকাল ৭টায় ডিব্রুগড় থেকে নতুন ট্রেনটি ছাড়বে। সকাল ৭.৪৫ মিনিটে নিউ তিনসুকিয়া জংশনে এসে পৌঁছবে। এরপর দুলিয়াজান ৮.৩০ মিনিটে, নাহারকাটিয়া স্টেশন পাবে ৮.৪১ মিনিটে, নামরূপ স্টেশন ৮.৫৬ মিনিটে, ভজো ৯.৩০ টায়, আমগুড়ি ১০.৩০ মিনিটে এবং মরিয়ানি পাবে ১১.৩৫ মিনিটে। সন্ধ্যে ৫.২৮ মিনিটে বিশেষ ট্রেনটি চাপারমুখ স্টেশনে পাবে। রাত ৭.৩০টায় এটি গুয়াহাটি পৌছবে।
বিরতির পর রাত ৭.৫০ মিনিটে গুয়াহাটি স্টেশন থেকে ছাড়বে এবং কামাখ্যা পৌঁছবে ৮.০৫টায়, ফকিরাগ্রাম, ধুবড়ি, কোচবিহার হয়ে আলিপুরদুয়ার পৌঁছবে পরদিন সকাল ৮.৩০ মিনিটে।