Barak UpdatesBreaking News
৭১ দিনে ১ লক্ষ ক্লিক ! কৃতিত্ব আপনাদেরই1 lakh clicks in 71 days, all credit goes to you
৪ নভেম্বর : আপনারা এগিয়ে রেখেছেন বলেই আমরা এগিয়ে থেকেছি। আমাদের যাত্রা খুব বেশিদিন আগের নয়, রবিবার ওয়ে টু বরাক ৭১ দিনে পড়ল। এর মধ্যে আশার কথা হল, এই কয়েক দিনেই পোর্টালে ভিজিট হয়েছে ১ লক্ষের ওপর অর্থাৎ ৪ নভেম্বর পর্যন্ত ওয়ে টু বরাকে আপনারা চোখ রেখেছেন ১ লক্ষের বেশিবার।
সত্যি কথা বলতে কি, আপনাদের সাহস ও প্রশ্রয় পেয়েই আমরা এই পথটুকু পাড়ি দিতে পেরেছি। তবে আমরা এখনও শৈশবের দিনগুলো কাটাচ্ছি। আমাদের নিউজ ডেস্কের ক্ষমতা সীমিত, এখনও প্রয়োজন অনুযায়ী কর্মী সংখ্যা নগণ্য। কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছি, সব খবর সবার আগে পৌঁছে দিতে। আর অনেক ক্ষেত্রেই আমরা সফল হয়েছি। নিশ্চয়ই তার প্রমাণও আপনারা পেয়েছেন। এর জন্য আমাদের পাঠক সমাজ ও শুভানুধ্যায়ীরাও সমানভাবে ধন্যবাদার্হ। কারণ বহু খবর আমরা পোর্টালে দিতে পেরেছি পাঠকদের সূত্র ধরেই।
আমাদের কাছে কোনও খবর পাঠাতে আপনারা মেইল করতে পারেন এই আইডি–তে way2barak@gmail.com কেউ চাইলে সিটিজেন জার্নালিস্ট খুলেও নিজেদের খবর পাঠাতে পারেন। আমাদের সম্পাদকীয় বোর্ডে লেখা স্বীকৃত হলেই তা প্রকাশ পাবে। অনেকে আবার সময়োপযোগী ঘটনাকে প্রতিবেদন আকারে পাঠিয়েছেন। মনোনীত হওয়ার পর সেই লেখাগুলো লেখকের নামেই প্রকাশ পেয়েছে। তাছাড়া বাইরে কোথাও বেড়াতে গেলে তার বিবরণ ভ্রমণ কাহিনি আকারে পাঠাতে পারেন। এই লেখাগুলোও আমরা গুরুত্ব দিয়ে পোর্টালে নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকতে প্লে স্টোরে গিয়েও আপনি way2barak লিখে অ্যাপ ডাউনলোড করতে পারেন।এটি 2.৮ এমবির একটি ছোট্ট অ্যাপ যা আপনাদের মোবাইলে খুব কম জায়গাজুড়ে থাকবে।
আজকের এই খুশির মুহূর্তে টিম ওয়ে টু বরাকের পক্ষ থেকে পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনও বিশ্বাস করি, আপনারা পাশে রয়েছেন বলেই এই পথ আমরা চলতে পারছি। পরিশেষে ওয়ে টু বরাকের পক্ষে আবেদন, আপনারা এগিয়ে থাকবেন, সঙ্গে আমাদেরও এগিয়ে রাখবেন।
November 4: We have marched ahead because you allowed us to do so. We are still in our infancy. We have started our journey not much ago. On Sunday, the age of way2barak became 71 days old. In the meantime, within these few days the portal was visited 1, 00,783 times. That means, till 4 November our esteemed readers have visited way2barak.com more than 1 lakh times.
To speak the truth, we have dared to venture in this path due to the courage and encouragement, we have received from you. However, we are still toddlers. Our News Desk does not have ample number of staff in comparison to the actual requirement. But with our limited capability, we have endeavoured to deliver you all major updates as early as possible. We have even succeeded in delivering the updates before anybody else to a great extent. We are certain that you will agree to us on this point. For this, we are indebted to our most esteemed readers and well-wishers. This is because, we were able to provide many updates on the basis of the clues provided by our readers.
www.way2barak.com is a bilingual web portal, which is available in both Bengali and English. In the category of Citizen Journalist, the readers are free to write on any issue close to their heart or even they can send us any photograph of relevance. Parents can even send the creative works, such as, pictures drawn by their children etc for our ‘child corner.’ Alternatively, our esteemed readers can also email us your news and views at way2barak@gmail.com. Team way2barak appeals to all our readers to provide constructive suggestions so that we can become “Gateway of Information” in letter and spirit.
Since its formal launch on 26 August 2018, way2barak is relentlessly striving to make its presence feel in the world of web portal. We are also available in Google Play Store. To download our app from Google Play Store, just type way2barak. It’s a small application of 2.8 Mb which will take very less space in your smart phone. Once you download and install the app, you can get connected to our daily updates on a wide range of topics. Our main motto is to become a “Gateway of Information.” Further, you can also directly go to your web browser and type www.way2barak.com to access our site.
Today, in this hour of joy, on behalf of Team way2barak, we thank our readers, viewers, advertising partners and all our well-wishers for standing besides us. We hope and believe that with your relentless support, together we can sail smooth on our journey.