Barak UpdatesBreaking News

মেডিক্যালে নেই এনজিওপ্লাস্টি, বিজয়ার রাতে শিলং যাবার পথে চিরনিদ্রায় সায়ন্তন
No Angioplasty at SMCH, Sayantan dies on his way to Shillong NEIGRIHMS

৯ অক্টোবর : বিজয়ার রাতে শহরের বুকে নেমে এল বিষাদের কালোছায়া। শিলচরের ছেলে সায়ন্তন চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন। কলকাতায় প্রিস্টিন কেয়ারে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে চাকরি পাবার পর ছুটি কাটাতে শিলচরে আসেন।

সবসময় হাসিমুখে থাকা রোম্য (আত্মীয়স্বজন, বন্ধুদের কাছে এই নামে পরিচিত ছিলেন) পুজোয় প্রায় প্রতিদিনই মিশন প্রাঙ্গণে বা শিলচরের রাস্তায় বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ে হাজির ছিলেন। এমনকি তাঁকে বন্ধুবান্ধবদের সঙ্গে রামকৃষ্ণ মিশনে নবমীর সকালেও বিভিন্ন কথায় মাতিয়ে রাখতে দেখা যায়। কিন্তু কাল হল সেই বিজয়ার সকাল। হঠাত করেই বুকে ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজে। কিন্তু এনজিওপ্লাষ্টির ব্যবস্থা না থাকায় ডাক্তারের পরামর্শে শিলং নিগ্রিমসের পথে রওনা দেওয়া হয়। বিধি বাম। হাসপাতালে আর পৌছনো যায়নি। পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Sayantan on his last journney

সদাহাস্য এ ছেলের এই মর্মান্তিক মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না শহরের মানুষ। বন্ধু-বান্ধবদের কাছে শোকসংবাদটি পৌছানোর সঙ্গে সঙ্গে বিষাদের ছায়া নেমে আসে। ফেসবুক-হোয়াটসঅ্যাপে খবরটি দেখে বন্ধুরা অবাক হয়ে যান। ভাবতেই পারছিলেন না, যে ছেলের সঙ্গে মাত্র গতকালই দেখা হল আজ তার মৃত্যু সংবাদ শুনতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker