India & World UpdatesHappeningsBreaking News

৬৮০০ কোভিড টেস্টিং মেশিন জাতির উদ্দেশে উৎসর্গ
Dr. Harsh Vardhan dedicates 6800 COVID-19 testing machines to the nation

১৪ মে: করোনা সংক্রমণ রুখতে রাতদিন কাজ করে যাচ্ছে সরকার। চিকিৎসা সরঞ্জাম সহ ভাইরাস প্রতিরোধের অন্যান্য প্রস্তুতির ক্ষেত্রে দেশ আগে থেকে অনেক মজবুত স্থিতিতে রয়েছে,এমনটাই বলা কেন্দ্রের তরফে। এবারে করোনা মোকাবিলায় আরেকটা সফলতার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন। বৃহস্পতিবার কোবাস ৬৮০০ টেস্টিং মেশিন আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশে উৎসর্গ করেন মন্ত্রী। তিনি বলেন, এই মেশিনের দৌলতে ভাইরাস চ্যালেঞ্জে আরেকটা মাইলফলক পেরিয়েছে দেশ।

আজ জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছে এই অত্যাধুনিক কোভিড-১৯ টেস্টিং মেশিন জাতির সেবায় তুলে দেন হর্ষবর্ধন। জানিয়ে দেন মেশিনটির সাহায্যে ২৪ ঘন্টায় ১২০০ নমুনা পরীক্ষা করা সম্ভব। তাছাড়া, কোবাস ৬৮০০ রোবোট প্রযুক্তির ভিত্তিতে কাজ করে। এর থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কন্ট্রোল রুম ও পরীক্ষাগারগুলি পরিদর্শন করেন। এনসিডিসির ডিরেক্টর ডাঃ এস কে সিং ছাড়াও সংস্থার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কোভিড -১৯ পরীক্ষার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন।

ড. হর্ষবর্ধন কথা বলতে গিয়ে এও স্পষ্ট করেন, বর্তমানে প্রতিদিন ১,০০,০০০ টেস্ট করার ক্ষমতা অর্জন করেছে ভারত। তাছাড়া, দেশের ৩৫৯টি সরকারি ল্যাবেরোটরি ও ১৪৫টি বেসরকারি পরীক্ষাগার সহ ৫০০টিরও বেশি ল্যাবেরোটরিতে এপর্যন্ত প্রায় ২০ লক্ষ কোভিড-১৯ স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। যা সত্যিই এক বড়সড় সাফল্য। এর জন্য করোনা চিকিৎসা পরিষেবায় যুক্ত সবস্তরের যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker