Barak UpdatesHappeningsBreaking News
কথা রাখলেন দেবজিৎ, বেতনের টাকায় দশ পরিবেশপ্রেমীকে ঘুরিয়ে আনলেন কাজিরাঙা
ওয়েটুবরাক, ১০ মে : তখন সবাই ভেবেছিলেন, এ তো কথার কথা! কিন্তু দশ পরিবেশপ্রেমীকে কাজিরাঙা ঘুরিয়ে এনে অঙ্গীকার পূরণ করলেন অসমের হাইলাকান্দি জেলার এসকে রায় কলেজের শিক্ষক দেবজিৎ দে। এর পর থেকেই সকলের এক প্রশ্ন, আবার কবে।
২০২১ সালের পরিবেশ দিবসে দেবজিৎ ঘোষণা করেছিলেন, জেলা জুড়ে এক হাজার চারা বিতরণ করবেন। কারা কীভাবে সেগুলিকে বাঁচিয়ে রেখেছেন, তা পরীক্ষা করে সেরা দশজনকে বাছাই করা হবে। তাঁদের তিনি কাজিরাঙা ঘুরিয়ে আনবেন। বিভিন্ন জায়গায় গিয়ে নাম-ঠিকানা নথিভুক্ত করে চারা বিতরণ করেন। প্রতিযোগিতার শর্ত মেনে এক বছর পরে পঞ্চাশ জন ওই চারাগাছ বেড়ে ওঠার জিওটেক ফোটো পাঠান। এ বার আহ্বায়ক দল পঞ্চাশ প্রতিযোগীর চারা সরিজমিনে পরিদর্শন করে সেরা দশজনকে বেছে নেন। গত ৪ মে তাঁদের নিয়ে কাজিরাঙা পৌঁছান দেবজিৎ। মোট আঠারো জনের দল তিনদিন ধরে ঘুরে বেড়ায় অভয়ারণ্যের এদিক-ওদিক। আসা-যাওয়া, থাকা-খাওয়ার পুরো খরচ বহন করেন এসকে রায় কলেজের ইতিহাস বিভাগের এই প্রধান অধ্যাপক।
হাইলাকান্দিতে ফিরে এসেই দেবজিতের ঘোষণা, এ বার তিন বছরে পঁচিশ হাজার চারা বিতরণ করা হবে। প্রতিযোগিতাও হবে বড় পরিসরে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে চারা বিতরণ কর্মসূচি শুরু হবে। এক হাজার চারায় পঞ্চাশ প্রতিযোগী মিললেও দেবজিৎ খুশি। তাঁর কথায়, “আদৌ কাজিরাঙা সফর হবে কিনা, তা ভেবে অধিকাংশই জিওটেক ফোটো তুলে পাঠানোর ঝামেলা এড়িয়ে গিয়েছিলেন। চারা বেঁচেছে আসলে পাঁচ শতাধিক।” এটা আশার তুলনায় অনেকটাই বেশি বলে জানান তিনি।