Barak UpdatesBreaking News

বিধায়ক আমিনুলের মামলায় ধৃত ১, মধুরববন্দে বিরোধী সভা, ক্ষোভ
1 arrested on the basis of FIR lodged by MLA Aminul, controversial meeting held at Madhurband

২১ এপ্রিলঃ গত ১৫ এপ্রিল সোনাইর নিয়াইরগ্রামে মধুরবন্দের এক যুবককে মারধরের অভিযোগ এবং পরবর্তীতে মধুরবন্দে বিজেপির নির্বাচনী সভা ভণ্ডুলের ঘটনাকে ঘিরে জলঘোলা অব্যাহত রয়েছে। বাড়ছে উত্তেজনা। সভা ভণ্ডুলের অভিযোগে বিধায়ক আমিনুল হক লস্করের মামলায় নাজির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এতেই বিধায়কের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ দেখা দেয় মধুরবন্দে। একাংশ জনতা রবিবার এ নিয়ে সভা করে। তারা বিজেপি নেতা আমিনুলের ভূমিকায় তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন। তাদের অভিযোগ, আমিনুলের নেতৃত্বেই  মারধর করা হয়েছে মধুরবন্দের ছেলেদের। তারা এ নিয়ে এজাহার দিলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় পুলিশ ধরপাকড় করছে।

প্রসঙ্গত, বিশ্বনাথ চারিআলির শওকত আলির জন্য চাঁদা তুলতে বেরিয়েছিল মধুরবন্দের রোহন সদিয়াল ও তার সঙ্গীরা।  নিয়াইরগ্রামে মাইক বাজাতে বাজাতে তারা বিজেপির সভায় ঢুকে পড়ে। তখন বিজেপি কর্মীরা তাদের শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ। ওই মারধরে আমিনুল হকও জড়িত বলে রোহনরা জানিয়েছেন। সে রাতেই মধুরবন্দে সভা ছিল বিজেপির।

আমিনুল হক ও দলীয় প্রার্থী রাজদীপ রায় সভায় উপস্থিত হলেও রোহন-রা সভায় বাধা দেন বলে বিধায়ক পুলিশে এজাহার দিয়েছেন। উভয়পক্ষে মামলা হয়। রোহনরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। ভোট শান্তিতে শেষ হলেও এই ঘটনাকে ঘিরে জল কোনদিকে গড়ায়, সে নিয়ে আশঙ্কায় সাধারণ জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker