Barak UpdatesCultureBreaking News
৯ থেকে ১২ জানুয়ারি শিলচরে পিঠেপুলি উৎসব
ওয়ে টু বরাক, ২১ ডিসেম্বর : পৌষ মাস এলেই পিঠেপুলির পার্বণ শুরু হয়ে যায় বাঙালি অধ্যুষিত বরাকের নানা স্থানে। ইতিমধ্যে হাইলাকান্দির কাটলিছড়ায় চলছে পৌষ মেলা। এ বার শিলচরেও অনুষ্ঠিত হতে চলেছে এই পৌষ পার্বণ। শিলচরের নৃত্য ও সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র নুপুরের পরিচালনায় আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পিঠেপুলি উৎসব। উৎসব চলবে চারদিন ধরে। শেষ হবে ১২ জানুয়ারি। শহরের ইটখলা দুর্গামণ্ডপ প্রাঙ্গণে এই মেলা আয়োজন করা হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই মেলায় পিঠেপুলির অতিরিক্ত প্রতিদিনই থাকবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্তৃপক্ষ এই মেলায় সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।