NE UpdatesHappeningsBreaking News
৯ জিপি বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে আপত্তি নেই, রায় হাই কোর্টের
ওয়েটুবরাক, ১২ জানুয়ারি: অসমে পঞ্চায়েত নির্বাচনে আর বাধা রইল না। গৌহাটি উচ্চ আদালত রবিবার জানিয়ে দিয়েছে, ৯ জিপি নিয়ে যে ৯ রিট আবেদন পেশ করা হয়েছিল, ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচনের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। অন্যত্র আর এ সংক্রান্ত কোনও স্থগিতাদেশ বহাল থাকবে না। ফলে ৯ জিপি বাদ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
মামলার বাদী পক্ষের আইনজীবী একে তাপাদার জানান, ওই নয় জিপি কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও মরিগাঁও চার জেলায় ছড়িয়ে রয়েছে। এখনই ওই জিপিগুলিতে ভোট হবে না বটে, তবে এ নিয়ে মামলা চলতে থাকবে। ফলে পরবর্তীতে যে কোনও সময় রায় মিলতে পারে। তাঁর কথায়, আরও গোটা চল্লিশেক রিট পিটিশন দাখিল করা হয়েছে। সেগুলোতে নির্বাচনে স্থগিতাদেশ নেই, কিন্তু মামলা চলবে।
কেন মামলা করতে গেলেন? আইনজীবী তাপাদার বলেন, ডিলিমিটেশনের উদ্দেশ্য, মানুষের সমস্যা দূর করা। কিন্তু অসমে ডিলিমিটেশন করে উল্টোটাই করা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্য ডিলিমিটেশন কমিটি গঠন না করেই পঞ্চায়েত ডিলিমিটেশন হয়ে গেছে। তা অনৈতিক বলেই মন্তব্য করেন আইনজীবী তাপাদার।