HappeningsBreaking News
৮ ট্রাক বার্মিজ সুপারি ধরলেন আমিনুল হকMLA Aminul Haque caught 8 trucks of Burmese betelnut
৯ অক্টোবর: ৮ ট্রাক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হল কাছাড়ে। কর ফাঁকি দিয়ে এগুলো পাচার করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ নিয়ে গাড়িগুলো আটকান বিজেপি বিধায়ক তথা কাছাড় জেলা বাজার নিয়ন্ত্রণ সমিতির সভাপতি আমিনুল হক লস্কর। তাদের কাছে সামগ্রী পরিবহণের সাধারণ চালানও ছিল না। আমিনুল বলেন, মায়ানমার থেকে প্রচুর সুপারি চোরাপথে মিজোরামে ঢোকে। পরে কর ফাঁকি দিয়েই ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে।
পুলিশের বক্তব্য, কোনও কাগজপত্র না থাকায় সুপারির গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। মালিককেও বের করা গেছে। তারা এখন হাইলাকান্দি জেলার আলগাপুরের বাসিন্দা অঞ্জন পালের সন্ধানে রয়েছেন। সুপারিগুলি তার বলে নিশ্চিত হয়েছে পুলিশ। আলগাপুর থেকে ট্রাক ভর্তি হয়। ভাগাবাজারে জাল চালান তৈরি হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।
Eight trucks of Burmese betel nut were seized in Cachar district. These were transported by evading tax.