NE UpdatesHappeningsBreaking News
৮৮ কোটির ট্যাবলেট বাজেয়াপ্ত, মাদকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ঘোষণা শাহের

গুয়াহটি, ১৬ মার্চ : ইম্ফল ও গুয়াহাটি জোনে ৮৮ কোটি টাকার মেথাম্ফেটামিন ট্যাবলেটের বিশাল চালান বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরই এক্স হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেন। এই ঘটনায় একটি আন্তর্জাতিক মাদক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ দিন এক্স হ্যান্ডেলে শাহ লিখেছেন, “মাদক চক্রের জন্য কোনও করুণা নেই। ৮৮ কোটি টাকার মেথাম্ফেটামিন ট্যাবলেটের একটি বিশাল চালান বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইম্ফল ও গুয়াহাটি জোনে আন্তর্জাতিক ড্রাগ কার্টেলের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান মাদকমুক্ত ভারত গড়ার জন্য মোদি সরকারের প্রয়াসকে ত্বরান্বিত করেছে।”
শাহ আরও বলেন, মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার ঘটনা তদন্তের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ পদ্ধতির দুর্দান্ত পারফরম্যান্সের একটি প্রমাণ। তিনি জোর দিয়ে বলেন, নরেন্দ্র মোদি সরকারের মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এই সাফল্যের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।