Barak UpdatesHappeningsBreaking News
৮৫ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তিরুপতি মন্দির
আছে ১৪ হাজার কোটি টাকার স্থায়ী আমানত, ১৪ টন সোনা
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : ৮৫ হাজার ৭০৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে ভারতের তিরুপতি মন্দিরের৷ অন্ধ্রপ্রদেশে এই মন্দিরের অবস্থান হলেও সারা দেশ জুড়ে এর সম্পত্তি ছড়িয়ে রয়েছে৷ বিশ্বের এই অন্যতম ধনী মন্দিরের পরিচালনায় রয়েছে ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) ৷ এর চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় তাদের মোট ৯৬০টি সম্পত্তি রয়েছে৷ রাজ্য সরকারের কাছে তাঁরা প্রতি বছর সম্পত্তির হিসাব পেশ করেন৷ দুই বছর ধরে শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে। টিটিডির ওয়েবসাইটে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করা হয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন৷
তাতেই উল্লেখ করা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১৪ হাজার কোটিরও বেশি ‘ফিক্সড ডিপোজিট’ রয়েছে তাদের। মন্দির কর্তৃপক্ষের কাছে ১৪ টনেরও বেশি সোনা সংরক্ষিত রাখা রয়েছে।
তিরুপতি মন্দিরের আরাধ্য দেবতা ভেঙ্কটেশ্বর। যিনি ভগবান বিষ্ণুর অবতার। বালাজি, গোবিন্দ, শ্রীনিবাস, একাধিক নামে ডাকা হয় এই দেবতাকে।
তিরুপতিতে টিটিডি-র প্রধান কার্যালয়। যেখানে প্রায় ১৬ হাজার কর্মী কাজ করেন। ১৯৩২ সালে টিটিডির প্রতিষ্ঠা করা হয়েছিল। তিরুপতি মন্দিরে প্রসাদ হিসাবে বিশ্ববিখ্যাত ‘তিরুপতি লাড্ডু’ দেওয়া হয়। জিআই (জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন) ট্যাগের স্বীকৃতি পেয়েছে এই লাড্ডু। এক মাত্র এই লাড্ডু বানাতে ও বিক্রি করতে পারবে টিটিডি।