Barak UpdatesAnalytics
৭-৮ জানুয়ারি পূবালির অনুষ্ঠান শিলচর গান্ধীভবনে
ওয়ে টু বরাক, ৩ জানুয়ারি : আগামী ৭ ও ৮ জানুয়ারি যথাক্রমে শনি ও রবিবার, শিলচর জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত পূবালি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গান্ধীভবন প্রেক্ষাগৃহে। প্রতিযোগিতা শুরু হবে প্রথম দিন সকাল ৯টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।
দুদিনের অনুষ্ঠানমালায় রয়েছে শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে আবৃত্তি প্রতিযোগিতা, সকাল ১১.৩০ মিনিট থেকে (সংস্থা নির্বাচিত) সংলাপ নিক্ষেপ এবং দুপুর ১২.৩০ মিনিট থেকে সংস্কৃত শ্লোক প্রতিযোগিতা। এছাড়া এ দিন সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি রবিবার সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে বসে আঁকো প্রতিযোগিতা। এরপর বিকেল ৩.৩০ মিনিটে থাকছে যেমন খুশি সাজো, বিকেল ৪.৩০ মিনিটে শহরের বিশেষ বিশেষ নাচের স্কুল ও অন্যান্য স্কুলের কলাকুশলীদের অংশগ্রহণে সমবেত লোক নৃত্য প্রতিযোগিতা। সন্ধ্যা ছটা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি সহ সংস্থার মহিলাদের দ্বারা পরিবেশিত হবে নাটক ‘ইঁদুর দৌড়’। নাট্যকার অমল রায়, পরিচালক শান্তনু সেনগুপ্ত। এছাড়াও
এদিন নেতাজি বিদ্যাভবনের ছাত্রীদের নাটক প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান লাভ করার জন্যে সংবর্ধিত করা হবে। সবার শেষে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুদিনের এই অনুষ্ঠানে প্রতিজন সংস্কৃতি প্রেমী মানুষদের উজ্জ্বল উপস্থিতি কামনা করছে পূবালী সংস্থা।