Barak UpdatesBreaking News
৭২ বছরের ধারাবাহিকতা, আগমনী রামকৃষ্ণ মিশন রোডে
৪ অক্টোবরঃ এ বারও মহাষষ্ঠীর প্রভাতে সাড়া ফেলেছে রামকৃষ্ণ মিশন রোড পুজো কমিটির আগমনী অনুষ্ঠান। সাড়ে ৬টায় শুরু হয়ে চলে দেড় ঘণ্টা। তাতে ভাষ্যপাঠে ছিলেন মনোজ দেব, সঙ্গীত পরিচালনায় নীলিমা দেব ও অরুন্ধতি দত্তরায়। যন্ত্রানুষঙ্গে কানাইলাল দাস। তবলায় সঙ্গত দেন অলকরঞ্জন ভট্টাচার্য ও স্বর্ণদীপ দেব। জনাকুড়ির শিল্পীদলে ছিলেন প্রণব ব্রহ্মচারী, শেখর দেবরায়ও।
এটি মিশন রোড পুজো কমিটির ৭২ বছরের ধারাবাহিকতা। দীর্ঘ পরিক্রমায় মুখ বদল হলেও আগমনী কখনও বন্ধ হওয়ার মুখে পড়েনি। ১৯৪৭ সালে রামকৃষ্ণ মিশন রোড পুজো কমিটি গঠিত হয়। প্রথমবারের পুজোয় সভাপতি ছিলেন শৈলেশ দেবরায়, সম্পাদক বিদীতচন্দ্র দত্ত। প্রথম বছরেই মহাষষ্ঠীর প্রভাতে আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতা আজও বর্তমান।